দুবাই, ১৭ অক্টোবর : মেয়েদের টি-২০ বিশ্বকাপে অঘটন। ছ’বারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে ৮ উইকেটে হারিয়ে ফাইনালে উঠল দক্ষিণ আফ্রিকা (South Africa)। শেষ তিনবারই টি-২০ বিশ্বকাপ জিতেছে অস্ট্রেলিয়া। এর মধ্যে গত বছর ফাইনালে এই দক্ষিণ আফ্রিকাকে (South Africa) হারিয়েই চ্যাম্পিয়ন হয়েছিল অস্ট্রেলিয়া। বৃহস্পতিবার সেমিফাইনালে সেই অস্ট্রেলিয়াকে চূর্ণ করে মধুর প্রতিশোধ নিলেন দক্ষিণ আফ্রিকার মেয়েরা।
এদিন প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৩৪ রান তুলেছিল অস্ট্রেলিয়া। জবাবে ১৭.২ ওভারে ২ উইকেট ১৩৫ রান তুলে ১৬ বল হাতে রখেই ম্যাচ জিতে নেয় দক্ষিণ আফ্রিকা। ৪৮ বলে অপরাজিত ৭৪ রান করে ম্যাচের সেরা অ্যানকে বস্ক। এছাড়া ৩৭ বলে ৪২ রান করেন অধিনায়ক লরা উলভার্ট। এর আগে বেথ মুনির ৪২ বলে ৪৪ ও এলিস পেরির ২৩ বলে ৩১ রানের সুবাদে স্কোরবোর্ডে ভদ্রস্থ রান তুলেছিল অস্ট্রেলিয়া। কিন্তু শেষরক্ষা হল না।
এদিকে, দ্বিতীয় সেমিফাইনালে শুক্রবার শারজায় ওয়েস্ট ইন্ডিজ মুখোমুখি নিউজিল্যান্ডের। দু’টি দলই এবার বিশ্বকাপে উজ্জীবিত ক্রিকেট খেলে শেষ চারে জায়গা নিশ্চিত করেছে। ক্যারিবিয়ান মেয়েরা ২০১৬-র বিশ্ব চ্যাম্পিয়ন। নিউজিল্যান্ড দু’বার রানার্স হলেও এখনও বিশ্বসেরার শিরোপা জেতেনি।
আরও পড়ুন- নতুন দায়িত্বে মাঠে মনোজ