বিশ্বকাপ ফাইনালে দক্ষিণ আফ্রিকা

দুরন্ত সেঞ্চুরি লরা উলভার্টের। ব্যাটে-বলে দাপট মারিজেন কাপের। নিটফল, ইংল্যান্ডকে ১২৫ রানে হারিয়ে মেয়েদের বিশ্বকাপ ফাইনালে দক্ষিণ আফ্রিকা

Must read

গুয়াহাটি, ২৯ অক্টোবর : দুরন্ত সেঞ্চুরি লরা উলভার্টের। ব্যাটে-বলে দাপট মারিজেন কাপের। নিটফল, ইংল্যান্ডকে ১২৫ রানে হারিয়ে মেয়েদের বিশ্বকাপ ফাইনালে দক্ষিণ আফ্রিকা। প্রথমে ব্যাট করে উলভার্টের ১৪৩ বলে ১৬৯ রানের অনবদ্য ইনিংসের সুবাদে ৫০ ওভারে ৭ উইকেটে ৩১৯ রান তুলেছিল দক্ষিণ আফ্রিকা। পাল্টা ব্যাট করতে নেমে, ৪২.৩ ওভারে ১৯৪ রানেই গুটিয়ে যায় ইংল্যান্ডের ইনিংস।
উলভার্টের পাশাপাশি নজর কাড়লেন কাপও। ব্যাট হাতে ৩৩ বলে ৪২ রান করার পর, বল হাতে পাঁচ উইকেট দখল শিকার তাঁর।

আরও পড়ুন-হেরে সমর্থকদের তোপের মুখে রোনাল্ডোরা

এদিন দক্ষিণ আফ্রিকার বড় রানের ভিত গড়ে দিয়েছিলেন উলভার্ট ও তাজমিন ব্রিটস। ওপেনিং জুটিতে ১১৬ বলে ১৩৪ রান যোগ করেন দু’জনে। ৬৫ বলে ৪৫ রান করে ব্রিটস আউট হওয়ার পর, দলকে টানেন উলভার্ট। তাঁকে কাপ ছাড়াও দারুণ সঙ্গ দেন ক্লো টাইরন (২৬ বলে অপরাজিত ৩৩)। রান তাড়া করতে নেমে, ইনিংসের প্রথম ওভারেই অ্যামি জোন্স (০) ও হিদার নাইটের (০) উইকেট হারিয়েছিল ইংল্যান্ড। দু’জনেই কাপের শিকার। পরের ওভারেই আউট ট্যামি বিউমন্টক (০)। ফলে ১ রানেই ৩ উইকেট পড়ে গিয়েছিল। ওই পরিস্থিতি থেকে লড়ছিলেন ন্যাট শিভার ব্রান্ট ও এলিস ক্যাপসি। কিন্তু ৫০ করে আউট হন ক্যাপসি। এরপর ব্রান্ট ৬৪ রানে প্যাভিলিয়নে ফিরতেই ম্যাচ ঢলে পড়ে দক্ষিণ আফ্রিকার দিকে। শেষ দিকে ড্যানি ওয়াট (৩১ বলে ৩৪) ও লিনসে স্মিথ (৩৬ বলে ২৭) মরিয়া একটা চেষ্টা করেছিলেন। কিন্তু তাতে শুধুই হারের ব্যবধান কমেছে।

Latest article