গুয়াহাটি, ২৯ অক্টোবর : দুরন্ত সেঞ্চুরি লরা উলভার্টের। ব্যাটে-বলে দাপট মারিজেন কাপের। নিটফল, ইংল্যান্ডকে ১২৫ রানে হারিয়ে মেয়েদের বিশ্বকাপ ফাইনালে দক্ষিণ আফ্রিকা। প্রথমে ব্যাট করে উলভার্টের ১৪৩ বলে ১৬৯ রানের অনবদ্য ইনিংসের সুবাদে ৫০ ওভারে ৭ উইকেটে ৩১৯ রান তুলেছিল দক্ষিণ আফ্রিকা। পাল্টা ব্যাট করতে নেমে, ৪২.৩ ওভারে ১৯৪ রানেই গুটিয়ে যায় ইংল্যান্ডের ইনিংস।
উলভার্টের পাশাপাশি নজর কাড়লেন কাপও। ব্যাট হাতে ৩৩ বলে ৪২ রান করার পর, বল হাতে পাঁচ উইকেট দখল শিকার তাঁর।
আরও পড়ুন-হেরে সমর্থকদের তোপের মুখে রোনাল্ডোরা
এদিন দক্ষিণ আফ্রিকার বড় রানের ভিত গড়ে দিয়েছিলেন উলভার্ট ও তাজমিন ব্রিটস। ওপেনিং জুটিতে ১১৬ বলে ১৩৪ রান যোগ করেন দু’জনে। ৬৫ বলে ৪৫ রান করে ব্রিটস আউট হওয়ার পর, দলকে টানেন উলভার্ট। তাঁকে কাপ ছাড়াও দারুণ সঙ্গ দেন ক্লো টাইরন (২৬ বলে অপরাজিত ৩৩)। রান তাড়া করতে নেমে, ইনিংসের প্রথম ওভারেই অ্যামি জোন্স (০) ও হিদার নাইটের (০) উইকেট হারিয়েছিল ইংল্যান্ড। দু’জনেই কাপের শিকার। পরের ওভারেই আউট ট্যামি বিউমন্টক (০)। ফলে ১ রানেই ৩ উইকেট পড়ে গিয়েছিল। ওই পরিস্থিতি থেকে লড়ছিলেন ন্যাট শিভার ব্রান্ট ও এলিস ক্যাপসি। কিন্তু ৫০ করে আউট হন ক্যাপসি। এরপর ব্রান্ট ৬৪ রানে প্যাভিলিয়নে ফিরতেই ম্যাচ ঢলে পড়ে দক্ষিণ আফ্রিকার দিকে। শেষ দিকে ড্যানি ওয়াট (৩১ বলে ৩৪) ও লিনসে স্মিথ (৩৬ বলে ২৭) মরিয়া একটা চেষ্টা করেছিলেন। কিন্তু তাতে শুধুই হারের ব্যবধান কমেছে।
বরোদা, ১৯ জানুয়ারি : ডব্লুপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর স্বপ্নের দৌড় অব্যাহত। সোমবার গুজরাট জায়ান্টসকে ৬১…
‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের…
মানুষের ছোট ছোট অসুবিধাগুলিকে দূর করে তাদের জীবন সহজ করা। সেবার মধ্যে দিয়ে কঠিন বাধা…
নাগপুর : এবারে কি সত্যিই ঘনিয়ে এল মোদির বিদায়বেলা? দলের অন্দর থেকেই সুস্পষ্ট বার্তা, অনেক…
শ্রীনগর : সেনাবাহিনীর (Indian Army) সঙ্গে কিশতওয়ারের জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়েছিল…
ওয়াশিংটন: ইউরোপের দেশগুলির উপর শুল্কের ভার চাপিয়ে গ্রিনল্যান্ড (Greenland_America) দখল করার কৌশল নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট…