লর্ডস, ১২ জুন : ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের দ্বিতীয় দিনেও পেসারদের দাপট অব্যাহত! বুধবার গোটা দিনে ১৪টি উইকেট পড়েছিল। বৃহস্পতিবার পড়ল আরও ১৪টি! দক্ষিণ আফ্রিকাকে ১৩৮ রানে গুটিয়ে দিয়েও, পাল্টা ব্যাট করতে করতে নেমে ৮ উইকেট হারিয়ে ১৪৪ রান তুলেছে অস্ট্রেলিয়া (australia)। প্রথম ইনিংসে গুরুত্বপূর্ণ ৭৪ রানের লিড নেওয়ার সুবাদে, সব মিলিয়ে ২১৮ রানে এগিয়ে অস্ট্রেলিয়া।
বল হাতে দাপট দেখালেন প্যাট কামিন্স। মাত্র ২৮ রানে ৬ উইকেট! যা টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের ইতিহাসে সেরা বোলিং পারফরম্যান্স। শুধু তাই নয়, এদিন কাগিসো রাবাডাকে আউট করার পরেই ৩০০ টেস্ট উইকেটের বৃত্ত সম্পূর্ণ করে ফেলেন কামিন্স। ৪ উইকেটে ৪৩ রান হাতে নিয়ে এদিন মাঠে নেমেছিল দক্ষিণ আফ্রিকা। প্রথম সেশনে ভালই ব্যাট করছিলেন গতকালের দুই অপরাজিত ব্যাটার টেম্বা বাভুমা ও ডেভিড বেডিংহ্যাম। জুটিতে ৬৪ রান যোগ হওয়ার পর কামিন্সের বলে কভারে ক্যাচ তোলেন বাভুমা। দক্ষিণ আফ্রিকা অধিনায়কের অবদান ৩৬ রান। লাঞ্চের পর দ্রুত দক্ষিণ আফ্রিকাকে গুটিয়ে দেন কামিন্স। প্রোটিয়াদের শেষ পাঁচ উইকেট পড়ে যায় মাত্র ১৫ রানে! বাভুমা ছাড়া লড়াই করেন শুধু বেডিংহ্যাম। তিনি দলের সর্বোচ্চ ৪৫ রান করে আউট হন।
তবে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে স্বস্তিতে ছিল না অস্ট্রেলিয়াও (australia)। স্কোরবোর্ডে মাত্র ২৮ রান যোগ হতে না হতেই উসমান খোয়াজাকে (৬) প্যাভিলিয়নে ফেরান রাবাডা। ওই ওভারেই রাবাডার দ্বিতীয় শিকার হন ক্যামেরন গ্রিন (০)। এরপর কিছুটা লড়াই করছিলেন মার্নাস লাবুশেন ও স্টিভ স্মিথ। কিন্তু মাত্র চার রানের ব্যবধানে দু’জনেই পরপর আউট হয়ে যান। ২২ রান করে লাবুশেন প্যাভিলিয়নে ফেরেন মার্কো জেনসেনের বলে খোঁচা দিয়ে। প্রথম ইনিংসে হাফ সেঞ্চুরি হাঁকানো স্মিথ মাত্র ১৩ রান করে লুনগি এনগিডির শিকার হন। প্রথম ইনিংসে হাফ সেঞ্চুরি হাঁকানো আরেক অস্ট্রেলীয় ব্যাটার বিউ ওয়েবস্টারও (৯) দ্রুত প্যাভিলিয়নে ফেরেন এনগিডির দ্বিতীয় শিকার হয়ে। ট্রাভিস হেডকে (৯) আউট করেন উইয়ান মুলডার। কামিন্সকে (৬) প্যাভিলিয়নে ফেরান এনগিডি। ৭ উইকেটে ৭৩, ওই পরিস্থিতিতে আলেক্স ক্যারি ও মিচেল স্টার্ক ৬১ রান যোগ করেন। ক্যারি ৪৩ করে আউট হলেও, ১৬ রানে ব্যাট করছেন স্টার্ক।
আরও পড়ুন-বিমান দুর্ঘটনায় স্তব্ধ ক্রীড়ামহল