বিশাখাপত্তনম, ১৩ অক্টোবর : মেয়েদের বিশ্বকাপে বাংলাদেশকে ৩ উইকেটে হারাল দক্ষিণ আফ্রিকা (South Africa Women vs Bangladesh Women)। প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৬ উইকেটে ২৩২ রান তুলেছিল বাংলাদেশ। জবাবে ৪৯.৩ ওভারে ৭ উইকেটে ২৩৫ রান তুলে ম্যাচ জিতে নেয় দক্ষিণ আফ্রিকা। এদিন শারমিন আখতার ও স্বর্ণ আখতারের জোড়া হাফ সেঞ্চুরিতে স্কোরবোর্ডে লড়াই করার মতো রান তুলেছিল বাংলাদেশ। শারমিন ৭৭ বলে ৫০ করেন। স্বর্ণ ৩৫ বলে ৫১ করে নট আউট থাকেন। রান তাড়া করতে নেমে, ৭৮ রানেই ৫ উইকেট হারিয়েছিল দক্ষিণ আফ্রিকা (South Africa Women vs Bangladesh Women)। ওই পরিস্থিতি থেকে পাল্টা লড়াই শুরু করেন মারিজানে কাপ ও ক্লোই ট্রায়ন। ব্যক্তিগত ৫৬ রানে আউট হন কাপ। এরপর ট্রায়ন ৬২ করে রান আউট হন। যদিও নাদিন ডি’ক্লার্কের (অপরাজিত ৩৭) ব্যাটে জয় ছিনিয়ে নেয় দক্ষিণ আফ্রিকা।
আরও পড়ুন-আমেরিকা ছাড়ছেন নোবেলজয়ী দম্পতি অভিজিৎ বিনায়ক-এস্থার