সংবাদদাতা, পুরুলিয়া : একে তো ট্রেন মানেই লেট লতিফ! তার উপরে নিয়মিত উন্নয়নের অজুহাতে ব্লক নেওয়ার নামে একাধিক রেলপথে ট্রেন বাতিল। ফলে চরম হয়রানির শিকার হচ্ছেন দক্ষিণ-পূর্ব রেলের আদ্রা বিভাগের যাত্রীরা। বারবার ক্ষোভ জানালেও হেলদোল নেই রেলের। সোমবার ফের একাধিক জায়গায় ব্লক নেওয়ার কথা ঘোষণা করে এদিন থেকে সপ্তাহজুড়ে একাধিক রুটে বহু ট্রেন বাতিল করা হল।
আরও পড়ুন-বহুতলে বিস্ফোরণ
রেলের আদ্রা বিভাগ বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, কয়েকটি সাবওয়ে তৈরি এবং ট্র্যাক উন্নয়নের জন্য এই ব্লক নেওয়া হয়েছে একাধিক জায়গায়। ফলে সোমবার থেকে এক সপ্তাহ বন্ধ থাকছে ৬৮০৪৬/৬৮০৪৫ আসানসোল-আদ্রা মেমু প্যাসেঞ্জার, ৬৩৫৯৪/৬৩৫৯৩ আসানসোল-পুরুলিয়া মেমু প্যাসেঞ্জার। মঙ্গলবার আসানসোল-বরাভেম-টাটা ট্রেনটি চলবে আসানসোল থেকে আদ্রা অবধি। বাতিল থাকবে শালিমার-ভোজুডি দৈনিক এক্সপ্রেস, খড়্গপুর-হাতিয়া দৈনিক এক্সপ্রেস, বাঁকুড়া-ময়নাপুর প্যাসেঞ্জার এবং আদ্রা-খড়্গপুর মেমু প্যাসেঞ্জার। নিত্যযাত্রীরা বলছেন, আদ্রা-আসানসোল এবং আদ্রা-খড়্গপুর দুটি রুটই অত্যন্ত গুরুত্বপূর্ণ। পুরুলিয়ার রঘুনাথপুর মহকুমা এলাকার বহু মানুষের রুজি আসানসোল শিল্পাঞ্চলের উপর নির্ভর করে।