প্রতিবেদন : রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে আমেরিকার ভেটো প্রয়োগের দৌলতে পাশ করানো যায়নি গাজা (Gaza) নিয়ে যুদ্ধবিরতির প্রস্তাব। এরপরই ফের নতুন উদ্যমে হামলা শুরু দক্ষিণ গাজার খান ইউনিসে। ইজরায়েলি ট্যাঙ্কগুলি দক্ষিণ গাজা উপত্যকার প্রধান শহরে আক্রমণ চালায়। বাসিন্দারা জানিয়েছেন, রাতভর তীব্র লড়াইয়ের পর খান ইউনিসের মধ্য দিয়ে ট্যাঙ্কগুলি প্রথমে উত্তর-দক্ষিণ দিকে পৌঁছায়। একইসঙ্গে পূর্ব দিক থেকে ইজরায়েলি যুদ্ধবিমানগুলি হামলা চালাতে থাকে।
বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে প্রচণ্ড শব্দ এবং ঘন সাদা ধোঁওয়া ঢেকে দিয়েছিল গোটা শহরকে। সিটি-সেন্টার থানার কাছে সকাল হওয়ার সঙ্গে সঙ্গে মেশিনগানের ক্রমাগত শব্দ শোনা যায়।
গাজা (Gaza) শহর থেকে বাস্তুচ্যুত এবং খান ইউনিসে আশ্রয় নেওয়া চার সন্তানের বাবা বলছেন, এটি ছিল সবচেয়ে ভয়ঙ্কর রাতগুলির মধ্যে একটি। আমরা গুলির শব্দ এবং বিস্ফোরণের শব্দ শুনতে পাচ্ছিলাম যা ঘণ্টার পর ঘণ্টা নাগাড়ে চলে। প্রতিশোধের ভয়ে নিজের পরিচয় প্রকাশ করতে অস্বীকার করেন ওই ব্যক্তি। রাতারাতি বোমা হামলায় ধ্বংস হয়ে যাওয়া খান ইউনিসের বাড়িগুলির ধ্বংসস্তূপের নিচে কত মৃতদেহ আটকে রয়েছে তা বুঝতে পারছেন না স্বজনরা। হাতেগোনা যে কজন বেঁচে আছেন, তাঁরা বলছেন যে, আমরা রাতের নামাজ পড়লাম এবং ঘুমোতে গিয়েছিলাম। ঘুম থেকে উঠে খোঁজা শুরু করেছি, কে কে বেঁচে আছে।
গাজার হামাস শাসকদের সহযোগী জঙ্গি গোষ্ঠী ইসলামিক জিহাদ বলেছে, তাদের যোদ্ধারা ওই এলাকায় ইজরায়েলি বাহিনীর সঙ্গে সমানে লড়াই চালিয়ে যাচ্ছে।