প্রতিবেদন : দ্বীপরাজ্যে আবারও সাফল্য দলের। দক্ষিণ গোয়ার কংগ্রেস সেবাদলের প্রাক্তন প্রধান সংগঠক তালাঙপালওয়াধকর যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে। লভু মলমেধকর এবং শিবদাস নায়েকের উপস্থিতিতে তাঁরা যোগ দিলেন দলে। টুইট করে এই কথা জানিয়েছে গোয়া তৃণমূল কংগ্রেস।
গোয়ায় এই মুহূর্তে কংগ্রেস নয়, তৃণমূল-ই বিজেপি বিরোধী প্রধান শক্তি, সেটা উল্কার গতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের সংগঠন বিস্তারে তা প্রমাণিত। পুজোর আগেই কলকাতায় এসে গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনো ফেলেইরো তাঁর ঘনিষ্ঠ নেতা ও অনুগামীদের নিয়ে তৃণমূলে যোগদান করেছেন। গোয়ানিজ প্রাক্তন জনপ্রিয় ফুটবলার থেকে বক্সারও ঘাসফুল পতাকা হাতে নিয়েছেন।
আরও পড়ুন : দুর্গাপুজোর প্যান্ডেলে গুলিতে মৃত ১, জখম ২ প্রশ্নের মুখে যোগী রাজ্য
গোয়ায় মাটি কামড়ে পড়ে আছে তৃণমূলের ভোট কুশলী প্ৰশান্ত কিশোরের আইপ্যাকের কয়েকশো সদস্য। রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়ান দুর্দান্ত কাজ করছেন। একইসঙ্গে সেখানে পালা পালা করে যাচ্ছেন তৃণমূল নেতা-বিধায়ক-মন্ত্রী-সাংসদরা।
গোয়ায় নির্বাচনের আগেই এক বিধায়ককে দলে টেনে কার্যত খাতা খোলে তৃণমূল! ঘাসফুল শিবিরে যোগ দিয়েছেন প্রসাদ শশীকান্ত গাওনকারও। তার আগে তিনি সাংবাদিক সম্মেলন করে স্পষ্ট জানিয়েছিলেন, ২০২২ বিধানসভা নির্বাচনে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বকেই সমর্থন করবেন। তৃণমূল নেত্রীকে সামনে রেখেই লড়বেন তিনি। এর আগে গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনো ফেলেইরো এবং ডেরেকে ও’ব্রায়ানের উপস্থিতিতে নির্দল বিধায়ক প্রসাদ গাওনকারের দাবি ছিল, শুধু গোয়া বিধানসভা নয়, ২০২৪-এর লোকসভা নির্বাচনে বিজেপিকে পরাস্ত করতে পারেন একমাত্ৰ মমতাই।
তৃণমূল নেত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি বিরোধী লড়াইয়ে সমর্থনের জন্য প্রসাদ গাওনকরকে ধন্যবাদ জানিয়েছেন। একইসঙ্গে তাঁর ভাই সন্দেশ তৃণমূলে যোগদান করায় তাঁকে স্বাগত জানিয়েছেন।
টুইটে তিনি লেখেন, “ফ্যাসিবাদী নিপীড়ক বিজেপি শাসনের বিরুদ্ধে এই যুদ্ধে তরুণ নেতাদের নীরব না থেকে এগিয়ে আসতে দেখে আমি গর্বিত। আপনাদের সমর্থনের জন্য ধন্যবাদ।
প্রতিবেদন: ১৩,৪২১ শূন্যপদের জন্য দ্বিতীয় দফার ইন্টারভিউর দিন ঘোষণা করল প্রাথমিক শিক্ষা পর্ষদ (West Bengal…
রাজ্য সরকারের ডিজিটাল পরিষেবা উদ্যোগ আরও একবার জাতীয় স্বীকৃতি পেল। পশ্চিমবঙ্গ সরকারের ‘অনুমোদন’ (Anumodan) নামে…
রাজ্যের কৃষি গবেষণায় বড় সাফল্যের কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। মঙ্গলবার নিজের…
গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…
এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…
প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…