বঙ্গ

নিখোঁজকে পরিবারে ফেরালেন তিলজলা ট্রাফিক গার্ডের ওসি

রাস্তাঘাটে সমস্যায় পড়া মানুষের পাশে বরাবরই দাঁড়ান তিলজলা ট্রাফিক গার্ডের ওসি সৌভিক চক্রবর্তী (Souvik Chakraborty OC of Tiljala Traffic Guard)। নির্ভীকতা ও দায়িত্ববোধের পরিচয় দিয়ে বারবার সংবাদ শিরোনামে উঠে এসেছেন তিনি। এবার এক নিখোঁজ ব্যক্তিকে বাড়ি পাঠালেন তিনি। ঘটনার সূত্রপাত ১৬ অগাস্ট বিকেল ৫টা নাগাদ। সেই সময় বাসন্তী হাইওয়েতে টহল দিচ্ছিলেন তিলজলা ট্রাফিক গার্ডের ওসি। সেখানে একজন অসুস্থ মধ্যবয়স্ক মানুষকে রাস্তায় পড়ে থাকতে দেখেন তিনি। রাস্তার উপর পড়ে থাকার কারণে যে কোনও সময় ওই ব্যক্তির দুর্ঘটনা ঘটতে পারে, সেই আশঙ্কায় সার্জেন্ট সঙ্গীত চৌধুরীর সাহায্যে ওই অসুস্থ ব্যক্তিকে রাস্তার ধারে নিয়ে গিয়ে বসান তিলজলা ট্রাফিক গার্ডের সার্জেন। তাঁকে বিস্কুট ও জল দেন। তারপর প্রৌঢ়কে নিরাপদ জায়গায় রেখে তাঁরা চলে যান।

আরও পড়ুন: চিনে সংখ্যালঘুদের দাসে পরিণত করা হয়েছে, অভিযোগ রাষ্ট্রসঙ্ঘের

কিন্তু পরের দিন অর্থাৎ বুধবার ফের ওই প্রৌঢ়কে বাসন্তী হাইওয়েতে লেদার কমপ্লেক্সের কাছে পড়ে থাকতে দেখে সৌভিক। সন্দেহ হওয়া বিষয়টি নিয়ো খোঁজ শুরু করেন তিনি। তবে অসুস্থ ব্যক্তি তাঁর নাম, পরিচয় বা ঠিকানা কিছুই পুলিশকে জানাতে পারেননি। তাঁকে কলকাতা লেদার কমপ্লেক্স থানায় (Kolkata Leather Complex Police Station) নিয়ে যায় পুলিশ। খোঁজখবর নিয়ে জানা যায় ওই ব্যক্তি পাটুলির বাসিন্দা। নাম বাবলু সরকার। বয়স বছর ৫৮। গত ১৩ অগাস্ট তাঁর নামে পাটুলি থানায় একটি নিখোঁজ ডায়েরি করা হয়। বৃহস্পতিবার লেদার কমপ্লেক্স থানায় পরিবারের সদস্যদের ডেকে তাঁদের হাতে ব্যক্তিকে তুলে দেওয়া হয়। আর এই মহান উদ্যোগের জন্য তিলজলা ট্রাফিক গার্ডের ওসি-সহ কলকাতা ট্রাফিক পুলিশকে ধন্যবাদ জানায় পাটুলির পরিবারটি।

 

এর আগে গত বছরের নভেম্বর মাসে পুলিশি টহল চলাকালীন তিলজলা এলাকায় মোটর সাইকেল থেকে উদ্ধার হয় দুই কিশোরী। তাদের হাত বাঁধা অবস্থায় মোটরবাইকের মধ্যে থেকে উদ্ধারের পর তিলজলা থানায় নিয়ে আসে ট্রাফিক পুলিশ। ওই দুই কিশোরীকে তুলে নিয়ে গিয়ে পাচারের ছক ছিল দুষ্কৃতীদের। সেই ষড়যন্ত্র বানচাল করে দেন এবং দুই তরুণীকে দুষ্কৃতীদের হাত থেকে বাঁচান সৌভিক চক্রবর্তী। তাঁর মাধ্যমে ধরা এলাকা ছেড়ে পালানোর পথে ধরা পড়ে এক দুষ্কৃতী। হাসপাতালে পৌঁছন অসুস্থ রোগী। রাস্তায় জন্ম দেওয়া প্রসূতি ও সদ্যোজাত পায় সুচিকিৎসা। এবার আরও একটি পালক যুক্ত হল সৌভিক চক্রবর্তীর (Souvik Chakraborty OC of Tiljala Traffic Guard) কৃতিত্বের মুকুটে।

Jago Bangla

Recent Posts

আরও একধাপ এগোলেন! ভ্যান্স-রুবিওকে সঙ্গে নিয়ে গ্রিনল্যান্ড দখল ট্রাম্পের

গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…

2 hours ago

নিজের কেবিনে একাধিক মহিলার সঙ্গে অশ্লীল আচরণ, সাসপেন্ড পুলিশকর্তা

এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…

5 hours ago

রাজ্যে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা

প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…

5 hours ago

সর্বকনিষ্ঠ সভাপতি, নেপথ্যে কোন অঙ্ক?

নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…

5 hours ago

সিআরপিএফ ক্যাম্পে অমানুষিক নির্যাতনের শিকার নাবালিকা, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করল ক্ষুব্ধ তৃণমূল

নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…

6 hours ago

‘তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি’

দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…

6 hours ago