লক্ষী পুজোয় সপরিবারে মন্ত্রী শোভনদেব

Must read

প্রতিবেদন : লক্ষ্মীর আরাধনা। বাদ নেই ভিভিআইপিরাও। যে কোনও উৎসবে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন বর্ষীয়ান তৃণমূল নেতা তথা রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। বুধবার, সকালে বাড়িতে লক্ষ্মীপুজোর আয়োজনে ব্যস্ত ছিলেন তিনি। সর্বক্ষণ রাজনীতি, মন্ত্রিত্ব, দল— এসব নিয়ে ব্যস্ত থাকলেও লক্ষ্মীপুজোর দিন তিনি একেবারেই ঘরোয়া মানুষ। বাড়ির সবাইকে নিয়ে কাটাতেই ভালোবাসেন। শুধু তাই নয়, তাঁর পরিবারের সদস্যরা জানাচ্ছেন, এই লক্ষ্মীপুজোর মূল জোগাড় করেন শোভনদেবই। এদিন সকালে ছোট ছেলে যুব তৃণমূল কংগ্রেস নেতা সায়নদেব চট্টোপাধ্যায়, দুই পুত্রবধূ, নাতনিকে নিয়ে পুজোয় ব্যস্ত ছিলেন রাজ্যের কৃষিমন্ত্রী। তার মধ্যে থেকে সময় বের করে তিনি জানালেন, এই দিনটা পরিবারের সঙ্গে কাটাতেই তিনি ভালোবাসেন। সক্রিয়ভাবে হাত লাগান পুজোর কাজে।

আরও পড়ুন : ত্রিপুরায় ফের তাণ্ডব বিজেপির, ভাঙচুর

পুজোর ঘট বসানো থেকে শুরু করে অন্যান্য আয়োজন সবই করেন তিনি। ধনদেবীর কাছে তাঁর প্রার্থনা, সবাই যেন ভাল থাকে। সবার ঘরে অন্নবস্ত্রের যেন অভাব না হয়। এবার, খড়দহ উপনির্বাচনে তৃণমূল প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়। বিধানসভা নির্বাচনে খড়দহের জয়ী প্রার্থী কাজল সিনহার মৃত্যুর কারণে এই কেন্দ্রে উপনির্বাচন হচ্ছে। এদিন, প্রচারে ছুটি। খড়দহের মানুষ শোভনদেব চট্টোপাধ্যায়কে প্রার্থী হিসেবে পেয়ে খুশি। কোভিড থেকে সেরে ওঠা এবং পরপর নির্বাচনের কারণে বাড়ির লোককে তেমন সময় দেওয়া হয় না শোভনদেবের। তাই এই দিনটা বাবার সঙ্গে কাটাতে পেরে খুশি সায়নদেব।

Latest article