সুমন তালুকদার, বারাসাত : ‘‘প্রতিটি মানুষের বাড়ি গিয়ে গিয়ে তাঁদের সঙ্গে কথা বলে তাঁদের সমস্যার কথা শুনতে হবে। মমতা সরকারের মানবদরদি প্রকল্পগুলির কথা তুলে ধরার পাশাপাশি মোদি সরকারের ঘৃণ্য রাজনীতির কথা, তাদের মিথ্যাচারের কথাও মানুষকে জানাতে হবে ভোটপ্রচারে।’’ খড়দহ বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায় এমনই নির্দেশ দিলেন কর্মীদের। ‘জাগোবাংলা’কে দেওয়া একটি একান্ত সাক্ষাৎকারে তৃণমূল কংগ্রেসের বর্ষীয়ান নেতা শোভনদেব কোভিড বিধিতে বড় বড় সভা নয়, জমায়েত নয়, মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে প্রচারেই জোর দিতে চাইছেন।
আরও পড়ুন : দুই তৃণমূল কংগ্রেস কর্মী খুন, বিরোধীদের প্রতিহিংসার রাজনীতি চলছে
সেই সঙ্গে খড়দহ এলাকার মানুষদের জলসমস্যার স্থায়ী মুক্তির কথাও ভাবছেন তিনি। জলনিকাশির সার্বিক উন্নয়ন কীভাবে করা যায়, তা নিয়ে ইতিমধ্যেই আলোচনা শুরু করে দিয়েছেন। বলেন, ‘‘ভবানীপুর উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় মনোনয়ন জমা দেওয়ার পর আলিপুরে যে প্রথম কর্মিসভা করেন, সেখানেই তিনি খড়দহ কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থীর নাম জানিয়েছিলেন। ফলে প্রার্থী হিসেবে আমার কাজ করার সুবিধা হয়ে গিয়েছিল। আমি অনেক আগে থেকেই সর্বস্তরের কর্মীর সঙ্গে যোগাযোগ করেছি।”