উৎক্ষেপণের মাত্র আট মিনিটের মাথায় ভেঙে গেল এলন মাস্কের স্বপ্নের স্টারশিপ (SpaceX)। বৃহস্পতিবার পরীক্ষামূলকভাবে এই মহাকাশযান উৎক্ষেপণ করা মাত্রই বিস্ফোরণ ঘটে। এর জেরে অন্তত কুড়িটি বিমানকে অন্য পথে চালানো হয়। বেশ কিছুক্ষণের জন্য ব্যাহত হয় উড়ান পরিষেবা।
আরও পড়ুন- রোস্টার মেনে ৮ ঘণ্টা, ডিউটি নিয়ে চিকিৎসকদের নির্দেশ
মার্কিন ধনকুবেরের সংস্থা স্পেসএক্স-এর (SpaceX) আগে ৬টি স্টারশিপ তৈরি করে উৎক্ষেপণ করেছে। বৃহস্পতিবার পরীক্ষামূলকভাবে সপ্তম স্টারশিপ উৎক্ষেপণের কয়েক মিনিটের মধ্যেই তা ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। সংবাদ সংস্থা রয়টার্সের ক্যামেরাবন্দি হয়েছে সেই মুহূর্ত। দেখা গিয়েছে জ্বলতে থাকা স্টারশিপের ধ্বংসাবশেষ আগুনের গোলার মতো নেমে আসছে মাটির দিকে। পরবর্তীতে মেক্সিকো উপসাগরের বিস্তীর্ণ এলাকায় ধ্বংসাবশেষ মিলেছে। এই ঘটনায় মায়ামি বিমানবন্দরে বেশ কয়েকটি বিমান বাতিল করতে হয়। সমস্যায় পড়েন যাত্রীরা। রকেটের উপরিভাগে যন্ত্রগুলির মধ্যে সমন্বয়জনিত সমস্যার কারণেই বিস্ফোরণ হয় বলে মনে করছেন স্পেসএক্সের ইঞ্জিনিয়াররা। এই উৎক্ষেপণ ব্যর্থ হলেও আগামী দিনে সাফল্যের ব্যাপারে আশাবাদী সংস্থা। মজার ছলেই মহাকাশযান ভেঙে পড়ার ভিডিও শেয়ার করেছেন মাস্ক।