ইউরো সেমিফাইনালে আজ মুখোমুখি স্পেন ও ফ্রান্স

সেমিফাইনালও শুরু হবে স্থানীয় সময় রাত ৯টায়। ফুয়েন্তে অবশ্য স্পষ্ট জানাচ্ছেন, ফ্রান্সের বিরুদ্ধে ইয়ামালকে পুরো সময়ই খেলাবেন।

Must read

মিউনিখ, ৮ জুলাই : ইউরো সেমিফাইনালের আগে চোট ও কার্ড সমস্যায় জর্জরিত স্প্যানিশ শিবির। অধিনায়ক দানি কারভাহাল ও রবিন লে নরমাঁ কার্ড সমস্যার কারণে ফ্রান্সের বিরুদ্ধে খেলতে পারবেন না। সমস্যা আরও বেড়েছে চোট পেয়ে পেদ্রির টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়া। কোচ লুইস দে লা ফুয়েন্তে পেদ্রির অনুপস্থিতিতে ভরসা রাখছেন দুই তরুণ উইঙ্গার লামিনে ইয়ামাল ও নিকো উইলিয়ামসের উপর।
তবে ১৬ বছর বয়সী ইয়ামালকে নিয়ে এক অদ্ভুত সমস্যায় পড়েছে স্প্যানিশ শিবির। জার্মানির শিশুশ্রম আইন অনুযায়ী, নাবালকদের রাত ৮টার পর কাজ করানো বেআইনি। খেলোয়াড়দের ক্ষেত্রে এই সময়সীমা রাত ১১টা পর্যন্ত। এদিকে, ইউরোর অধিকাংশ ম্যাচই শুরু হচ্ছে স্থানীয় সময় রাত ৯টায়। শেষ হতে হতে রাত ১১টা পেরিয়ে যাচ্ছে। ফলে খেলা শেষ হওয়ার আগেই ইয়ামালকে তুলে নিতে বাধ্য হচ্ছেন ফুয়েন্তে। নইলে এক ম্যাচের জন্য ভারতীয় মু্দ্রায় প্রায় ২৭ লক্ষ টাকা জরিমানা দিতে হবে।

আরও পড়ুন-৫৩ বছর আগেও ঘটেছিল এমন! রথযাত্রার দ্বিতীয় দিনেও ভক্তদের ঢল জগন্নাথধামে

সেমিফাইনালও শুরু হবে স্থানীয় সময় রাত ৯টায়। ফুয়েন্তে অবশ্য স্পষ্ট জানাচ্ছেন, ফ্রান্সের বিরুদ্ধে ইয়ামালকে পুরো সময়ই খেলাবেন। এর জন্য প্রয়োজনে জরিমানা দিতেও রাজি। তিনি বলছেন, ‘‘এটা ইউরো সেমিফাইনাল। তাই জরিমানা নিয়ে মাথা ঘামাচ্ছি না। ইয়ামালকে পুরো সময় খেলাতে চাই।’’ তবে কারভাহাল ও রবিনের শূন্যস্থান ভরাট করা যে কঠিন কাজ, সেটা কার্যত স্বীকার করে নিয়েছেন স্প্যানিশ কোচ। তাঁর বক্তব্য, ‘‘ওরা দু’জনেই অভিজ্ঞ ডিফেন্ডার। তাই ওদের অনুপস্থিতিতে আমাকে রক্ষণ নিয়ে নতুন করে পরিকল্পনা করতে হচ্ছে। তবে আমার ২৬ জনের স্কোয়াড নিয়ে ইউরো খেলতে এসেছি। তাই খুব একটা সমস্যা হবে না বলেই আমার ধারণা।’’
প্রতিপক্ষ শিবিরের সেরা অস্ত্র কিলিয়ান এমবাপের সম্পর্কে ফুয়েন্তের বক্তব্য, ‘‘এমবাপে বিশ্বের সেরা স্ট্রাইকারদের একজন। ওকে কিছুতেই দৌড়ানোর জন্য ফাঁকা জায়গা দেওয়া চলবে না। কারণ সামান্য সুযোগ পেলেই ম্যাচ শেষ করে দিতে পারে। তবে মাস্ক পরে খেলতে ওর কিছুটা সমস্যা হচ্ছে।’’

Latest article