দোহা, ২৩ নভেম্বর : তিকিতাকা নতুনভাবে ফিরে এল লুইস এনরিকের হাত ধরে। গাভি, পেদ্রি, সের্গেই বুস্কেতস, ড্যানি ওলমো, ফেরান তোরেস, মার্কো আসেনসিওরা পাশের ফুলঝুরিতে প্রতিপক্ষের নাভিশ্বাস ছোটালেন। ২০১০ বিশ্বকাপে গোটা টুর্নামেন্টে মাত্র ৮ গোল করে চ্যাম্পিয়ন হয়েছিল স্পেন (Spain vs Costa Rica)। এবার প্রথম ম্যাচেই ৭ গোল। ১০৪৩ পাস খেলে কোস্টারিকাকে ৭-০ গোলে উড়িয়ে দিল লা রোজা বাহিনী। বিপক্ষের অভিজ্ঞ গোলরক্ষক নাভাস সারাক্ষণ নার্ভাস হয়ে থাকলেন।
আরও পড়ুন-মেসি কত নিঃসঙ্গ, বুঝলাম এই হারে
ম্যাচের মাত্র ১১ মিনিটেই পাঁচ পাশে গোল। স্পেনকে (Spain vs Costa Rica) এগিয়ে দেন ড্যানি ওলমো। বিশ্বকাপে স্পেনের শততম গোল। ২১ মিনিটে বুস্কেতস থেকে জর্দি আলবা হয়ে আসেনসিওর শটে গোল। প্রথমার্ধেই পেনাল্টি থেকে ৩-০ করেন তোরেস। স্পেনের পাশের ফুলঝুরিতে লড়াই করার শক্তি হারিয়ে ফেলে কোস্টারিকা। দ্বিতীয়ার্ধের শুরু থেকে ফের তিকিতাকা। দলের চতুর্থ ও নিজের দ্বিতীয় গোল করেন তোরেস। পরিবর্ত মোরাতার ক্রসে অনবদ্য ভলিতে দলের পঞ্চম গোল গাভির। বিশ্বকাপে স্পেনের কনিষ্ঠতম স্কোরার হলেন ১৮ বছরের মিডিও। শেষ লগ্নে আরও কোস্টারিকার জালে আরও দু’টি গোল চাপাল স্পেন। গোলদাতা সোলের ও মোরাতা।