বিএ কমিটির বৈঠকে অধ্যক্ষ

এরপরে সেদিনই অধিবেশনের দ্বিতীয়ার্ধে ২০২৪-’২৫ আর্থিক বছরের ব্যয়মঞ্জুরি প্রস্তাবের ওপর অধিবেশনে দু-ঘণ্টা আলোচনা হবে।

Must read

প্রতিবেদন : রাজ্য বিধানসভার (Bidhansabha) বাজেট (Budget) অধিবেশনের দ্বিতীয় পর্ব আগামী সোমবার থেকে শুরু হচ্ছে। দিন দশেকের এই অধিবেশনে মূলত রাজ্যের বিভিন্ন দফতরের দফাওয়ারি বাজেট-বরাদ্দ নিয়ে আলোচনা হবে। অধিবেশনের কর্মসূচি চূড়ান্ত করতে বিধানসভা ভবনে আজ শুক্রবার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের পৌরোহিত্যে বিধানসভার কার্য-উপদেষ্টা কমিটির বৈঠক বসে।

আরও পড়ুন-গেরুয়া রাজ্যে টাকা না দিলে সরকারি হাসপাতালে হবে না প্রসূতির অপারেশন, ভাইরাল ভিডিও

বৈঠকের পর অধ্যক্ষ জানিয়েছেন, আপাতত দোলের আগে ১৩ মার্চ পর্যন্ত বিধানসভার কর্মসূচি চূড়ান্ত হয়েছে। সোমবার ১০ মার্চ সদ্য প্রয়াত বিশিষ্ট ব্যক্তিদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে অধিবেশনের সূচনা হবে। এরপরে সেদিনই অধিবেশনের দ্বিতীয়ার্ধে ২০২৪-’২৫ আর্থিক বছরের ব্যয়মঞ্জুরি প্রস্তাবের ওপর অধিবেশনে দু-ঘণ্টা আলোচনা হবে।

Latest article