শপথে জট, রাষ্ট্রপতিকে চিঠি স্পিকারের

এদিন তাঁদের ধরনা মঞ্চে উপস্থিত হয়ে পাশে থাকার আশ্বাস দেন ফিরহাদ হাকিম, ডাঃ শশী পাঁজা, দেবাশিস কুমার-সহ অন্যান্যরা।

Must read

প্রতিবেদন : তিন সপ্তাহ পেরিয়ে গেলেও এখনও তৃণমূলের দুই বিজয়ী প্রার্থী বিধানসভার সদস্য হিসেবে শপথ নিতে পারলেন না। রাজ্যপালের উদ্দেশ্যপ্রণোদিত অসহযোগিতায় আটকে রয়েছে শপথ। জট ছাড়াতে এবার হস্তক্ষেপের অনুরোধ জানিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে চিঠি লিখলেন রাজ্য বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। দুই জয়ী প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ও রেয়াত হোসেন সরকার চাইছেন বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে বিধানসভাতেই শপথ নিতে। এই অবস্থায় জটিলতা বাড়িয়ে দিল্লিতে গিয়ে বসে আছেন রাজ্যপাল।

আরও পড়ুন-সংসদে নিট-বিতর্ক এড়াতে মরিয়া কেন্দ্র, প্রতিবাদে উত্তাল ঐক্যবদ্ধ ‍‘ইন্ডিয়া’

শুক্রবারে এই মর্মে রাজ্যপালকে নিশানা করেছেন তৃণমূলের রাজ্যসভার প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ। তিনি পরিষ্কার বলেন, সোমবার বিকেল তিনটের মধ্যে আমাদের দুই বিধায়কের শপথগ্রহণে অনুমোদন যদি তিনি না দেন, জটিলতার অবসান যদি তিনি না করেন, তবে মঙ্গলবার ‘আনটোল্ড স্টোরি অফ হোটেল তাজ প্যালেস নিউদিল্লি’ সামনে আসবে। রাজ্যপালের চেয়ারকে সম্মান জানিয়ে তিনি বলেন, বিধানসভাতেই শপথ হবে, রাজভবনে হবে না। স্পিকারের সম্পূর্ণ অধিকার আছে বিধানসভাতে শপথ করানোর। এ প্রসঙ্গে তিনি সাংসদ হিসেবে প্রধানমন্ত্রীর লোকসভায় প্রোটেম স্পিকারের কাছে শপথগ্রহণের দৃষ্টান্ত তুলে ধরেন। গত তিনদিন ধরে বিধানসভা চত্বরে অবস্থান ও ধরনা চালিয়ে যাচ্ছেন তাঁরা। শুক্রবারও আম্বেদকর মূর্তির নিচে অবস্থান করছেন সায়ন্তিকা ও রেয়াত। এদিন তাঁদের ধরনা মঞ্চে উপস্থিত হয়ে পাশে থাকার আশ্বাস দেন ফিরহাদ হাকিম, ডাঃ শশী পাঁজা, দেবাশিস কুমার-সহ অন্যান্যরা। এদিন রাষ্ট্রপতিকে চিঠি লেখার পাশাপাশি ফোনে গোটা বিষয়টি উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়কেও জানানো হয়েছে।

Latest article