বঙ্গ

শপথে জট, রাষ্ট্রপতিকে চিঠি স্পিকারের

প্রতিবেদন : তিন সপ্তাহ পেরিয়ে গেলেও এখনও তৃণমূলের দুই বিজয়ী প্রার্থী বিধানসভার সদস্য হিসেবে শপথ নিতে পারলেন না। রাজ্যপালের উদ্দেশ্যপ্রণোদিত অসহযোগিতায় আটকে রয়েছে শপথ। জট ছাড়াতে এবার হস্তক্ষেপের অনুরোধ জানিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে চিঠি লিখলেন রাজ্য বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। দুই জয়ী প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ও রেয়াত হোসেন সরকার চাইছেন বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে বিধানসভাতেই শপথ নিতে। এই অবস্থায় জটিলতা বাড়িয়ে দিল্লিতে গিয়ে বসে আছেন রাজ্যপাল।

আরও পড়ুন-সংসদে নিট-বিতর্ক এড়াতে মরিয়া কেন্দ্র, প্রতিবাদে উত্তাল ঐক্যবদ্ধ ‍‘ইন্ডিয়া’

শুক্রবারে এই মর্মে রাজ্যপালকে নিশানা করেছেন তৃণমূলের রাজ্যসভার প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ। তিনি পরিষ্কার বলেন, সোমবার বিকেল তিনটের মধ্যে আমাদের দুই বিধায়কের শপথগ্রহণে অনুমোদন যদি তিনি না দেন, জটিলতার অবসান যদি তিনি না করেন, তবে মঙ্গলবার ‘আনটোল্ড স্টোরি অফ হোটেল তাজ প্যালেস নিউদিল্লি’ সামনে আসবে। রাজ্যপালের চেয়ারকে সম্মান জানিয়ে তিনি বলেন, বিধানসভাতেই শপথ হবে, রাজভবনে হবে না। স্পিকারের সম্পূর্ণ অধিকার আছে বিধানসভাতে শপথ করানোর। এ প্রসঙ্গে তিনি সাংসদ হিসেবে প্রধানমন্ত্রীর লোকসভায় প্রোটেম স্পিকারের কাছে শপথগ্রহণের দৃষ্টান্ত তুলে ধরেন। গত তিনদিন ধরে বিধানসভা চত্বরে অবস্থান ও ধরনা চালিয়ে যাচ্ছেন তাঁরা। শুক্রবারও আম্বেদকর মূর্তির নিচে অবস্থান করছেন সায়ন্তিকা ও রেয়াত। এদিন তাঁদের ধরনা মঞ্চে উপস্থিত হয়ে পাশে থাকার আশ্বাস দেন ফিরহাদ হাকিম, ডাঃ শশী পাঁজা, দেবাশিস কুমার-সহ অন্যান্যরা। এদিন রাষ্ট্রপতিকে চিঠি লেখার পাশাপাশি ফোনে গোটা বিষয়টি উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়কেও জানানো হয়েছে।

Jago Bangla

Recent Posts

হাড় নিরাময়কারী আঠা

অর্থোপেডিক সার্জারির এক নতুন দিগন্ত। হাড় বা অস্থি, দেহের অন্যতম শক্ত অংশ যা আমাদের শরীরের…

4 minutes ago

স্মৃতিদের পাঁচে পাঁচ

বরোদা, ১৯ জানুয়ারি : ডব্লুপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর স্বপ্নের দৌড় অব্যাহত। সোমবার গুজরাট জায়ান্টসকে ৬১…

40 minutes ago

দিনের কবিতা

‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের…

49 minutes ago

মঙ্গলবার ডায়মন্ড হারবারে সেবাশ্রয়-২ পরিদর্শনে অভিষেক বন্দ্যোপাধ্যায়

মানুষের ছোট ছোট অসুবিধাগুলিকে দূর করে তাদের জীবন সহজ করা। সেবার মধ্যে দিয়ে কঠিন বাধা…

1 hour ago

সত্যিই আসন্ন মোদির বিদায়বেলা? বয়স নিয়ে খোঁচা গড়করির

নাগপুর : এবারে কি সত্যিই ঘনিয়ে এল মোদির বিদায়বেলা? দলের অন্দর থেকেই সুস্পষ্ট বার্তা, অনেক…

11 hours ago

জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই, কিশতওয়ারে শহিদ জওয়ান

শ্রীনগর : সেনাবাহিনীর (Indian Army) সঙ্গে কিশতওয়ারের জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়েছিল…

11 hours ago