বিশ্বজিৎ চক্রবর্তী, আলিপুরদুয়ার: দীর্ঘ তিনমাস বন্যপ্রাণীদের প্রজনন ঋতুর কারণে বন্ধ থাকবার পর, পুজোর আগেই পর্যটকদের জন্য খুলে যাচ্ছে জলদাপাড়া জাতীয় উদ্যানের ফটক। পর্যটকদের সুবিধার জন্য ২ নম্বর গেট, যেটি শালকুমার দিয়ে প্রবেশ করতে হয়, সেটি ১৬ সেপ্টেম্বর থেকে খুলে দিতে চলেছে বন দফতর। ফলে ফালাকাটা, সিসামারা, কোচবিহার, শালকুমারের দিক থেকে আসা পর্যটকদের জাতীয় উদ্যানে প্রবেশ করা খুব সহজ হবে।
আরও পড়ুন-পদ্মচাষের মাধ্যমে ছাত্রীদের স্বনির্ভর করছেন শিক্ষিকা
এর পাশাপাশি হাতি সাফারিতে যোগ হচ্ছে নতুন আরও দুটি কুনকি হাতি। আগে যেখানে মোট ছ’টি হাতি দিয়ে সাফারি চলত, সেখানে এবার আরও বেশি পর্যটকদের পরিষেবা দিতে মোট আটটি কুনকি হাতি ব্যবহার করা হবে। এবং হাতি সাফারির মূল্য আগের বছরের মতোই একই থাকবে। হাতি সাফারির টিকিট অনলাইন এবং অফলাইন দু’ভাবেই পাওয়া যাবে বলে জানিয়েছেন জাতীয় উদ্যানের ডিএফও পারভীন কাসোয়ান। তিনি আরও জানিয়েছেন, জাতীয় উদ্যানের মেন গেট রং করার কাজ চলছে। শালকুমারের দিকের গেটের টিকিট কাউন্টার, মেন্দাবাড়ি টিকিট কাউন্টার রং করা হয়ে গিয়েছে। পর্যটকদের স্বাগত জানানোর জন্য জলদাপাড়া জাতীয় উদ্যান একেবারে তৈরি আছে। এই খবরে রীতিমতো উচ্ছ্বসিত জলদাপাড়া রিসর্ট ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মিঠুন সরকার জানান, দুই নম্বর গেট খুলে দেওয়ার কথা শুনেছি, এতে পর্যটকদের অনেক সুবিধা হবে।