প্রতিবেদন : রাজ্যের চা-বাগান অধ্যুষিত অঞ্চলগুলিতে শুধু ক্যাম্প করলেই চলবে না। প্রয়োজনে চা-বলয়ে পড়ে থেকে ফর্ম ফিলআপ-সহ যেসব গাইডলাইন দল দিয়েছে, সেগুলিকে পূরণ করতে হবে। এই মর্মে সাংসদ প্রকাশচিক বরাইককে প্রয়োজনীয় নির্দেশ দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন-দেশের ম্যাপটাই জানে না বিজেপি বাংলায় এসআইআর-ষড়যন্ত্র স্পষ্ট
তাঁর কথায়, চা-বাগান এলাকায় চা-শ্রমিকদের মাঝে কার্যত পড়ে থেকে কাজ করতে হবে। একজন চা-শ্রমিকেরও যাতে কোনও অসুবিধা না হয়, এই ধরনের ফর্ম ফিলআপ বা ইলেক্টোরাল কাজে, তা দায়িত্ব নিয়ে দেখতে হবে। ওই অঞ্চলের স্থানীয় নেতৃত্ব বিষয়টি নিজেদের কাঁধে দায়িত্ব নিয়ে দেখবেন। চা-বাগানের বস্তিগুলিতে বারে বারে যেতে হবে। তাঁদের ভাল করে বোঝাতে হবে। এ বিষয়ে যেন কোনও ভুল-ত্রুটি না হয়, সেদিকে বিশেষ নজর রাখতে হবে দলীয় নেতা-কর্মীদের।

