দুর্গাপুজো মানেই যেমন কুমোরটুলির ব্যস্ততা, তেমনই শহরে ঢাকিদের আসার সময়। কলকাতায় আসার আগেই এক বিশেষ সম্মাননা প্রদান করা হল ঢাকিদের। অজয় নদীর পাড়ে কাশবনে ঢাকা চরে বসেছিল ঢাকের আসর। নানা বোলে ভেসে উঠল নদীর চর। এই অভিনব উদ্যোগ খুকুমণির। সংস্থার পঞ্চাশ বছর পূর্তি আর সেই কারণেই গ্রাম বাংলার ঢাকিদের নিয়ে হয়ে গেল এমন এক মন ভরানো আসর। পালক লাগানো ঢাকের সঙ্গে ছিল বাংলার ঢোল, কাঁসর, শঙ্খধ্বনি। সব মিলিয়ে অজয় পাড়ে পুজোর আমেজ ছিল জমজমাট। ঢাকির দলে ছিলেন পরেশ দাস, অনিল দাস, মনোজিৎ দাস, সুনীল দাস, শ্যামল দাস, জ্যোৎস্না থানদার। সঙ্গে ছিলেন বীরভূমের ছিনাথ বহুরূপী সংস্থার শিল্পী সুবল দাস বৈরাগ্য (শিব), ধনেশ্বর দাস বৈরাগ্য (দুর্গা)। ঢাকের তালে বহুরূপী শিল্পীদের নৃত্য গ্রাম বাংলার ঐতিহ্যকে মনে করায়। সব শেষে সংস্থার পক্ষে ঢাকিদের এবং সব শিল্পীকে সম্মান জানান অরিত্র রায়চৌধুরী। ঢাকিদের নিয়ে এক মিউজিক ভিডিও তৈরি করা হয় জিমা পুরস্কৃত পণ্ডিত প্রদ্যুৎ মুখোপাধ্যায়ের সংগীত পরিচালনায়।
আরও পড়ুন: আবার যমালয়ে জীবন্ত মানুষ