পুজো শেষ হয়ে গেলেও ২৭ অক্টোবর রেড রোডে (Red Road) হবে পুজো কার্নিভাল (Durga Puja Carnival)। তার প্রস্তুতি এখন তুঙ্গে। কার্নিভালের দিন যাতে যানচলাচল কোনরকম ভাবেই ব্যাহত না হয় তার জন্য রাজ্য প্রশাসন বিশেষ পদক্ষেপ গ্রহণ করছে। এই কার্নিভাল দেখতে দেশের বা বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ হাজির হবেন রেড রোডে। কার্নিভাল দেখে ভাল করে নিশ্চিন্তে যেন বাড়ি ফিরতে পারেন তার জন্য বিশেষ বাসের ব্যবস্থা করা হচ্ছে। এদিন রাত পর্যন্ত মেট্রো পরিষেবা চালু থাকছে।
আরও পড়ুন-অভিনব প্রতিবাদ, বিদ্যুৎ সাব-স্টেশনে কুমির নিয়ে বিক্ষোভ হুবলির কৃষকদের
রাজ্য পরিবহণ দফতর সূত্রে খবর, এসপ্ল্যানেড থেকে বিভিন্ন রুটে ২৩টি বিশেষ বাস চালানো হবে। মধ্যরাত পর্যন্ত সেই বাস পাওয়া যাবে। এসপ্ল্যানেড-গড়িয়া, এসপ্ল্যানেড-নিউ টাউন, এসপ্ল্যানেড পাটুলি, এসপ্ল্যানেড-ডানলপ, এসপ্ল্যানেড-যাদবপুর ও বিমানবন্দর-নবান্ন রুটে বেশি বাস চালানো হবে।
আরও পড়ুন-আরাবল্লীতে রাসায়নিক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড
পরিবহন দফতরের নির্দেশিকা অনুযায়ী বিশেষ বাসগুলি পুলিশের নির্দেশ মতো এল ২০ বাস স্ট্যান্ড থেকে ছাড়া হবে। বিকেল তিনটে থেকে এই পরিষেবা শুরু হবে। বাসের উইন্ড স্ক্রিনের বাঁদিকে রুটের নাম লেখা থাকবে। শুধু তাই নয়, অতিরিক্ত ভিড় এড়াতে কার্নিভাল উপলক্ষে কলকাতা মেট্রো মধ্যরাত পর্যন্ত পরিষেবা চালু রাখার কথা জানিয়েছে। এমনি দিনে ২৩৪টি মেট্রো রেক চালানো হয়। কার্নিভালের দিন ২৫২টি রেক চালানো হবে বলে খবর।
আরও পড়ুন-দুর্গাপূজায় নতুন জামা না পেয়ে নদীতে ঝাঁপ দিল শিশু, চলছে উদ্ধারকাজ
২৭শে অক্টোবর কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরগামী প্রথম মেট্রো সকাল ৬টা ৫০ মিনিটে ছাড়বে। দমদম থেকে কবি সুভাষগামী প্রথম মেট্রো ছাড়বে সকাল ৬টা ৫০ মিনিটে । দমদম থেকে দক্ষিণেশ্বরেগামী প্রথম মেট্রো সকাল৬টা ৫৫ মিনিটে ছাড়বে। দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষের উদ্দেশে প্রথম মেট্রো সকাল ৭টায় ছাড়বে। অন্যদিকে দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষগামী দিনের শেষ মেট্রো ছাড়বে ১০টা ৫৮ মিনিটে। কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরের উদ্দেশে শেষ মেট্রো রাত ১১টায় ছাড়বে। দমদম থেকে কবি সুভাষগামী শেষ মেট্রো ১১টা ১০ মিনিটে ছাড়বে। কবি সুভাষ থেকে দমদমের দিকের শেষ মেট্রো রাত ১১টা ১০ তে ছাড়বে। সবমিলিয়ে পুজোর পরেও পুজোর রেশ যে কিছুটা হলেও থেকেই যাচ্ছে কলকাতা জুড়ে বলাই বাহুল্য।