প্রতিবেদন : রাজ্য সরকারের সার্বিক উদ্যোগে এ বছরের গঙ্গাসাগর মেলা শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। এক কোটির উপরে পুণ্যার্থীর আগমনে জনসমাগমের নিরিখেও অতীতের অনেক রেকর্ড ভেঙে দিয়েছে, এ বছরের গঙ্গাসাগর মেলা। রাজ্য প্রশাসনের যে সমস্ত কর্মী এই মেলাকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে দিনরাত এক করে কাজ করেছেন তাদের এবার সম্মানিত করার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার নবান্নে জানিয়েছেন গঙ্গাসাগর মেলা আয়োজনের সঙ্গে যুক্ত প্রশাসনের সর্বস্তরের আধিকারিকদের সম্মানিত করবে রাজ্য সরকার। পুলিশ কর্মী থেকে শুরু করে স্বেচ্ছাসেবক সকলকেই আনা হবে এই পুরস্কারের আওতায়। তাদেরকে নিজেদের অবদানের স্বীকৃতিস্বরূপ বিশেষ শংসাপত্র দেওয়া হবে রাজ্য সরকারের তরফে।
আরও পড়ুন-রেশনের ব্যাগেও মোদির ছবি! লোকসভা ভোটের আগে সরকারি টাকায় নির্লজ্জ প্রচার কেন্দ্রের
এ বছর রাজ্য সরকার ২৫০ কোটি টাকা খরচ করে গঙ্গাসাগর মেলার আয়োজন করেছে। রাজ্য সরকারের বিভিন্ন দফতরের ৩৫ হাজারের বেশি কর্মী মেলা আয়োজনের সঙ্গে প্রত্যক্ষ পরোক্ষভাবে যুক্ত ছিলেন। ১৪ হাজারেরও বেশি পুলিশ কর্মী মোতায়েন করা হয়েছিল গঙ্গাসাগর প্রাঙ্গণে। ২৪০০ জন সিভিল ডিফেন্সের স্বেচ্ছাসেবক ও অসামরিক প্রতিরক্ষা দফতরের জলপ্রহরী সজাগ ছিলেন। এঁদের সকলের প্রয়াসকে স্বীকৃতি দেওয়ার কথা জানালেন মুখ্যমন্ত্রী।