ইংরেজির ভয় কাটাতে বিশেষ ক্লাস

Must read

প্রতিবেদন : বাংলা মাধ্যমের পড়ুয়াদের মধ্যে ইংরেজি (english) নিয়ে একটা ভীতি দেখা যায়। এমনকী তাদের ইংরেজির দক্ষতাও বেশ কিছু কিছু ক্ষেত্রে কম থাকে। যদিও বাম আমলে ইংরেজির যে পাট চুকে গিয়েছিল ২০১১ সাল থেকে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে সেই চিত্র পাল্টে গেছে। এবার বাংলা মাধ্যমের পড়ুয়াদের ইংরেজিতে আরও সাবলীল করতে এক কর্মশালার আয়োজন করেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। ৫ থেকে ৯ জানুয়ারি পর্যন্ত বিদ্যাসাগর ভবনে ২০০০ পড়ুয়াকে প্রশিক্ষণ দেওয়া হবে। প্রতিদিন দু’ভাগে ২০০ জন করে পড়ুয়াকে ইংরেজির (english) বিশেষ ক্লাস করানো হবে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সূত্রে খবর, একাদশ শ্রেণিতে যাঁদের দ্বিতীয় ভাষা বাংলা তাঁরা এই ক্লাস করার সুযোগ পাবে। ইংরেজিতে ভয় কাটাতে এই বিশেষ পদক্ষেপ করছে শিক্ষা সংসদ। উচ্চ মাধ্যমিক শিক্ষা সচিব প্রিয়দর্শিনী মল্লিক জানান, প্রথম পর্যায়ে কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং হাওড়ার কিছু অংশের স্কুল পড়ুয়াদের প্রশিক্ষণ দেওয়া হবে। ধাপে ধাপে সমস্ত জেলায় এই প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।

আরও পড়ুন- পারদ পতনের লড়াই, উত্তরকে টেক্কা দক্ষিণের

Latest article