সংবাদদাতা, জঙ্গিপুর : আসন্ন পঞ্চায়েত নির্বাচনের আগে উত্তরবঙ্গের সার্বিক উন্নয়নে বিশেষ নজর দিল রাজ্য সরকার। উত্তরবঙ্গের মানুষের সমস্যার কথা শুনতে বিধানসভার তিনটি গুরুত্বপূর্ণ কমিটির অন্যতম ‘পেপার লেড কমিটি’র সদস্যরা দার্জিলিং এবং জলপাইগুড়ি জেলা ঘুরে দেখলেন। ওঁরা রিপোর্ট বিধানসভায় পেশ করবেন। বিধানসভায় ৩৮টি স্ট্যান্ডিং কমিটির পাশাপাশি তিনটি গুরুত্বপূর্ণ কমিটি— পাবলিক অ্যাকাউন্টস কমিটি, পেপার লেড কমিটি এবং পরিষদীয় কমিটি। পেপার লেড কমিটির সদস্য ২০ জন।
আরও পড়ুন-পিছনে চালচিত্রের মতো বিখ্যাত বাবার নাম থাকলে সন্তানদের চাপে পড়তেই হয়
৭ ডিসেম্বর এই কমিটির সাত সদস্য ও একাধিক আধিকারিক কমিটির চেয়ারম্যান হুমায়ুন কবিরের নেতৃত্বে উত্তরবঙ্গ সফর করছেন। শনিবার সেই সফর শেষ হওয়ার কথা।
হুমায়ুন বলেন, ‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের সর্বাঙ্গিক উন্নতির দিকে বিশেষ নজর দিয়েছেন। তাই উত্তরবঙ্গের মানুষের সমস্যার কথা শোনার জন্য আমরা গত তিনদিন দার্জিলিং ও জলপাইগুড়ি জেলার বিভিন্ন অঞ্চল ঘুরে, সেখানকার মানুষের সঙ্গে কথা বলে তাঁদের সমস্যার কথা শুনলাম। দুই জেলা প্রশাসনের আধিকারিকদের সঙ্গেও একাধিক বৈঠক করা হয়েছে। কীভাবে মানুষকে আরও ভাল পরিষেবা দেওয়া যায় তা নিয়ে মতবিনিময় হয়েছে।’ কমিটির অন্যতম সদস্য বিধায়ক ইমানি বিশ্বাস বলেন, উত্তরবঙ্গে কৃষি, সেচ এবং বাগিচাশিল্পের কীভাবে উন্নয়ন করা যায় সে বিষয়েও আমরা স্থানীয় মানুষদের সঙ্গে কথা বলেছি।