মহিলাদের নিরাপত্তায় বিশেষ পরিকাঠামো, ৬ কোটি টাকা বরাদ্দ

Must read

প্রতিবেদন : ডিজিটাল দুনিয়ায় মহিলাদের নিরাপত্তা আরও সুনিশ্চিত (women safety) করতে কলকাতা পুলিশের এলাকায় সাইবার অপরাধ দমনে বিশেষ পরিকাঠামো গড়ে তোলা হচ্ছে । এর আওতায় প্রায় ৬ কোটি টাকা খরচ করে আধুনিক প্রযুক্তিসমৃদ্ধ সাইবার অপরাধ তদন্ত ল্যাবরেটরি গড়ে তোলা হবে। পাশাপাশি তদন্তের নানা পরিকাঠমোও ঢেলে সাজা হবে। নির্ভয়া তহবিলের আওতায় এই প্রকল্প গড়ে তোলা হবে (women safety)। ইতিমধ্যেই অত্যাধুনিক ডিজিটাল ফরেনসিক যন্ত্রপাতি সরবরাহ ও রক্ষণাবেক্ষণের জন্য ই-টেন্ডার ডাকা হয়েছে। এই প্রকল্পের লক্ষ্য পুলিশের ডিজিটাল তদন্ত পরিকাঠামো আধুনিকীকরণ ও জাতীয় ফরেনসিক ডেটা সেন্টারের সঙ্গে সমন্বয় গড়ে তোলা।

আরও পড়ুন-ক্ষমতা থাকলে একটা বৈধ নাম বাদ দিক, শাহর কমিশনকে চ্যালেঞ্জ অভিষেকের

Latest article