মহালয়া থেকেই ডেঙ্গু-ম্যালেরিয়ার প্রকোপ রুখতে বিশেষ অভিযান পুরসভার

Must read

প্রবল বর্ষণে জলমগ্ন শহর ও শহরতলীর বিস্তীর্ণ অঞ্চল। পুরসভাগুলি একপ্রকার যুদ্ধকালীন তৎপরতায় নিকাশির ব্যবস্থা করছে। কিন্তু লাগাতার বৃষ্টিতে অনেক ক্ষেত্রেই জল কমছে না। আর জমা জল মানেই ডেঙ্গু-ম্যালেরিয়া মশার স্বর্গরাজ্য। কলকাতায় আবার ডেঙ্গু-ম্যালেরিয়ার প্রকোপ বেশি। যা নিয়ে সতর্ক পুরসভা।

আরও পড়ুন-কবে থেকে খুলছে রাজ্যের স্কুল? জানিয়ে দিলেন শিক্ষামন্ত্রী

আগামী ৬ অক্টোবর মহালয়া। সেদিন থেকেই শহরে ডেঙ্গু বিরোধী বিশেষ অভিযানে নামছে কলকাতা পুরসভা। বিশেষ করে নির্মীয়মাণ বাড়ির ছাদ, অব্যবহৃত জলাশয়, নর্দমা সব জায়গাতেই জীবাণুনাশক স্প্রে করা হবে। কলকাতা পুরসভার স্বাস্থ্য বিভাগের দায়িত্বপ্রাপ্ত তথা প্রশাসক বোর্ডের সদস্য অতীন ঘোষ এই বিষয়ে জানিয়েছেন , শহরের কয়েকটি এলাকায় বিশেষ করে ৭ নম্বর বরোয় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেশি। অন্যদিকে, মধ্য কলকাতায় ম্যালেরিয়ার প্রকোপ কিছুটা বেড়েছে। পুরসভা সূত্রে খবর, শহরের ৪, ৫, ৬, ৭ নম্বর বরোয় ম্যালেরিয়া আক্রান্তের সংখ্যা যথেষ্ট। তবে ম্যালেরিয়া নিয়ে শহরের বিভিন্ন সরকারি হাসপাতালের ভূমিকায় অসন্তুষ্ট পুরসভার স্বাস্থ্য বিভাগ।

Latest article