স্পেশ্যাল নাইট সার্ভিসের সময়সূচি পরিবর্তন মেট্রোর

Must read

প্রতিবেদন : বদলে যাচ্ছে কলকাতা মেট্রোর স্পেশ্যাল (Special Metro) নাইট সার্ভিসের সময়সূচি। আগামী ২৪ জুন থেকে রাত ১১টার পরিবর্তে রাত ১০টা ৪০ মিনিটে কবি সুভাষ ও দমদম স্টেশন থেকে ছাড়বে এই ট্রেন। গত ২৪ মে থেকে পরীক্ষামূলকভাবে স্পেশ্যাল নাইট সার্ভিস চালু করেছে কলকাতা মেট্রো। কবি সুভাষ ও দমদম থেকে রাত ১১টায় ছাড়ছে এই স্পেশ্যাল ট্রেন। কিন্তু যাত্রী সেভাবে হচ্ছে না। কলকাতা মেট্রোর দাবি, এই ক’দিনে রাত ১১টার ট্রেনে আপ-ডাউন মিলিয়ে দিনে গড়ে মাত্র ৬০০ জন যাত্রী পাওয়া গিয়েছে। এই পরিস্থিতিতে ট্রেনের সময়সূচি পরিবর্তন করল মেট্রো। ২০ মিনিট এগিয়ে এল বিশেষ ট্রেনের সময়সূচি। মেট্রো কর্তৃপক্ষের আশা, এর ফলে আরও বেশি সংখ্যক যাত্রী মেট্রোর (Special Metro) নাইট সার্ভিসের পরিষেবা পাবেন। তবে ওই সময়ে কোনও স্টেশনে টোকেন, স্মার্ট কার্ড ইত্যাদি বিক্রির জন্য টিকিট কাউন্টার খোলা থাকবে না। অর্থাৎ, স্মার্ট কার্ড ব্যবহারকারীরাই এই স্পেশ্যাল মেট্রোর পরিষেবা পাবেন। তাছাড়া ইউপিআই পেমেন্ট মোড ব্যবহার করে সমস্ত স্টেশনে বসানো এএসসিআরএম মেশিন থেকে টোকেন নিতে পারবেন যাত্রীরা।

আরও পড়ুন- কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে দুর্ঘটনায় ভারতীয় রেল লজ্জায় পরিণত

Latest article