সংবাদদাতা, জগদ্দল : বিরোধী ও দুষ্কৃতীদের চক্রান্তে বারবার অশান্ত হয়েছে জগদ্দল ও পার্শ্ববর্তী এলাকা। পুলিশের তৎপরতায় ইতিমধ্যেই উদ্ধার হয়েছে বোমা, আগ্নেয়াস্ত্র। এবার নতুন করে জগদ্দল জুড়ে বিশেষ অভিযান শুরু করল জগদ্দল থানার পুলিশ বেআইনি আগ্নেয়াস্ত্র এবং বোমা উদ্ধারের লক্ষ্যে।
আরও পড়ুন-বন ও বন্যপ্রাণ রক্ষায় শরিক স্কুলপড়ুয়ারা
বারাকপুরের পুলিশ কমিশনার অলোক রাজোরিয়া বলেন, স্পেশ্যাল অপারেশন শুরু হয়েছে। জগদ্দল অঞ্চলে বিভিন্ন খাটাল, জঙ্গল, ঝোপঝাড়, পরিত্যক্ত বাড়িতে খানাতল্লাশি চালাচ্ছে পুলিশ। যাতে সাধারণ মানুষের মনে সাহস বাড়ে, দুষ্কৃতীদের মনে ভয় তৈরি হয়। তবে এই তল্লাশিতে এখনও কোনও বোমা ও আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়নি বলে জানান তিনি। স্থানীয় মানুষদের দাবি, বারবার বোমাবাজি আর লাগাতার গোলাগুলি চলায় ভীষণ আতঙ্কে ছিল জগদ্দল। যাতে আর বোমা-গুলি না চলে তার জন্যই চিরুনি তল্লাশি চালাচ্ছে পুলিশ। এতে স্বভাবতই খুশি মানুষ। বিধায়ক সোমনাথ শ্যাম বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চান রাজ্যে দুষ্কৃতীদের তাণ্ডব কমুক, সাধারণ মানুষ স্বস্তিতে থাকুন। বিরোধীদের চক্রান্তে বারবার অশান্ত হচ্ছিল জগদ্দল, ভাটপাড়া। তাই পুলিশের এই উদ্যোগ।