প্রতিবেদন : মুক্তির দিন থেকে আজও সমানভাবে দর্শক টেনে চলেছে রামকমল মুখোপাধ্যায়ের ছবি বিনোদিনী একটি নটীর উপাখ্যান। বুধবার এই ছবির স্পেশাল স্ক্রিনিং ছিল।
উপস্থিত ছিলেন নাম ভূমিকায় অভিনয় করা অভিনেত্রী রুক্মিণী মৈত্র। এছাড়াও ছিলেন ছবির পরিচালক রামকমল মুখোপাধ্যায়, কলকাতার ডেপুটি মেয়র অতীন ঘোষ-সহ বিনোদিনীর পরিবারের বর্তমান সদস্যরা। এদিন বিনোদিনী থিয়েটারে উষা কো-অপারেটিভ, হিউমান ডেভলপমেন্ট অ্যান্ড সোশ্যাল অ্যাকশন ও আমরা পদাতিক সংগঠন যাঁরা মূলত মহিলাদের নিয়ে কাজ করেন, তাঁদের জন্য একটি স্পেশাল স্ক্রিনিংয়ের ব্যবস্থা করা হয়।
আরও পড়ুন-ভারত অনেক শুল্ক নেয়: ট্রাম্প
বাংলা রঙ্গমঞ্চের সম্রাজ্ঞী নটী বিনোদিনীর জীবনকাহিনি নিয়ে তৈরি হয়েছে বিনোদিনী একটি নটীর উপাখ্যান। ছবি মুক্তির পর থেকেই বহুবার হাউসফুল হয়েছে এই ছবি। তবে এবার এই ছবির সকল কলাকুশলী এবং যৌনকর্মীদের নিয়ে স্ক্রিনিং করা হল। এদিন রুক্মিণী জানান, দর্শকদের কাছে তিনি কৃতজ্ঞ যাঁরা এই ছবিকে ভালবেসেছেন এবং এখনও সিনেমা হলে গিয়ে দেখছেন। পাশাপাশি তিনি আরও বলেন যে, এই স্ক্রিনিংটা বিশেষভাবে গুরুত্বপূর্ণ তাঁর কাছে কারণ আজ যেসকল সংগঠনের জন্য এই স্ক্রিনিংটির আয়োজন করা হয়েছে তাঁরা সকলেই মহিলাদের জন্য সারা বছর কাজ করে যান ফলে আজকের দিনটা খুবই গুরুত্বপূর্ণ।