প্রতিবেদন : আসানসোল লোকসভা কেন্দ্র এবং বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন ঘিরে কেন্দ্রীয় বাহিনী দিয়ে মুড়ে ফেলা হচ্ছে। বিশেষ করে আসানসোল লোকসভা কেন্দ্র নিয়ে কমিশনের (Election Commission) তৎপরতা চোখে পড়ার মতো। জানা গিয়েছে, দুই কেন্দ্রের উপনির্বাচন অবাধ ও শান্তিপূর্ণভাবে করতে মোট ১৩৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে। এরমধ্যে বালিগঞ্জ বিধানসভা ক্ষেত্রের জন্য থাকছে ১৭ কোম্পানি। বাকি ১১৬ কোম্পানি বাহিনীই থাকবে আসানসোল লোকসভা কেন্দ্রে। কমিশন সূত্রে খবর, রবিবার থেকেই কেন্দ্রীয় বাহিনী রাজ্যে আসছে। সোমবার থেকে শুরু হবে রুট মার্চ। বাহিনী মোতায়েনের রূপরেখা নিয়ে শনিবার রাজ্য পুলিশের এডিজি আইন-শৃঙ্খলা এবং দুই কেন্দ্রীয় বাহিনীর পদাধিকারীদের সঙ্গে বৈঠক করেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (Election Commission) আরিজ আফতাব। কমিশন সূত্রে জানা গিয়েছে, যে ভোট কেন্দ্রে একটি বুথ আছে সেখানে হাফ সেকশন অর্থাৎ ৪ জন সশস্ত্র কেন্দ্রীয় বাহিনীর জওয়ান থাকবেন। দুই থেকে চারটি বুথ আছে, এমন কেন্দ্রে থাকবে এক সেকশন অর্থাৎ আটজনের দল। ৫ থেকে ৮টি বুথ হয়েছে এমন কেন্দ্রে থাকবে ১৬ জন এবং তার বেশি বুথের নিরাপত্তায় থাকবে ২৪ জনের বাহিনী। প্রত্যেক কুইক রেসপন্স টিমের জন্য এক সেকশন বাহিনী। এদিকে রাজ্য সরকার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ১২ এপ্রিল উপনির্বাচনের দিন আসানসোল লোকসভা কেন্দ্র এবং বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের সংশ্লিষ্ট এলাকার সমস্ত সরকারি আধা-সরকারি রাষ্ট্রায়ত্ত সংস্থা, সরকারি সাহায্যপ্রাপ্ত এবং বেসরকারি স্কুল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। ওই বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, উপনির্বাচনের দিন এনআই অ্যাক্ট অনুযায়ী ওই কেন্দ্র সংলগ্ন এলাকায় ছুটি ঘোষণা করা হয়েছে। ওই দুই কেন্দ্রের ভোটার যদি অন্যত্র থাকেন তাঁর ক্ষেত্রে ১২ এপ্রিল বিশেষ ছুটি হিসেবে ঘোষণা করতে হবে। প্রয়োজনে ওই দুই কেন্দ্রে পুনর্নির্বাচন হলে সেই দিনটি বিশেষ ছুটি হিসেবে ঘোষণা করতে হবে বলে জানানো হয়েছে।