হাওড়া শহরে জল জমার সমস্যার সমাধানে প্রতিটি নিকাশি নালা সাফাই ও সংস্কারের কাজ চলছে। এরপরেও আসন্ন বর্ষায় যাতে এই সমস্যা একেবারেই না থাকে তার জন্য নিকাশির কাজে প্রতিটি ওয়ার্ডে অতিরিক্ত লোক নিয়ে ‘ডেডিকেটেড টিম’ তৈরি করল হাওড়া কর্পোরেশন। ১ থেকে ৪৪ নম্বর ওয়ার্ড পর্যন্ত প্রতিটি ওয়ার্ডের জন্য ১০ জন করে এবং সংযুক্ত এলাকার ৪৫ থেকে ৫০ নম্বর ওয়ার্ড পর্যন্ত প্রতিটি ওয়ার্ডে ২৫ জন করে লোক নিয়ে ওই বিশেষ দল তৈরি করা হয়েছে। তাঁরা ওয়ার্ডের ছোট-বড় সমস্ত ড্রেন পরিষ্কার রাখার বিষয়ে বিশেষ জোর দেবেন। কোথায় জল জমার সম্ভাবনা বেশি সেই জায়গাগুলি চিহ্নিত করে এই সমস্যার সমাধানে ব্যবস্থা নেবেন ওই দলের সদস্যরা। এর ফলে বর্ষায় জল জমার সম্ভাবনা যেমন আরও ক্ষীণ হবে তেমনই ডেঙ্গু, ম্যালেরিয়া প্রতিরোধেও কাজ হবে। জল না জমলে ডেঙ্গু ছড়ানোর সম্ভাবনাও অনেক কমে যাবে। বৃহস্পতিবার থেকে ওই ডেডিকেটেড দলের সদস্যরা জোরকদমে কাজ শুরু করে দিয়েছেন। এদিন হাওড়া কর্পোরেশনের ভাইস চেয়ারম্যান সৈকত চৌধুরির নেতৃত্বে প্রশাসকমণ্ডলীর একটি দল উত্তর হাওড়ার ২,৪,৫ ও ৬ নম্বর ওয়ার্ডে তাদের কাজ ঘুরে দেখেন।
আরও পড়ুন- ত্রিপুরা সরকারের ব্যর্থতার খতিয়ান তুলে বিজেপিকে জনতার চার্জশিট তৃণমূলের
সৈকত চৌধুরি বলেন, ‘‘এবারের বর্ষায় জল জমার সমস্যার হাত থেকে শহরবাসীকে রেহাই দিতে হাওড়া কর্পোরেশন বদ্ধপরিকর। সেই লক্ষ্যেই গত কয়েক মাস ধরে প্রতিটি নিকাশি নালা সাফাই ও সংস্কারের কাজ চলছে। এরপরেও আমরা প্রতিটি ওয়ার্ডের জন্য অতিরিক্ত লোক নিয়ে বিশেষ দল করেছি।”