এবার আটকে পড়া শ্রমিকদের ফেরাতে মহারাষ্ট্রে বিশেষ দল

Must read

প্রতিবেদন : এবার মহারাষ্ট্রে আটকে পড়া বাংলার শ্রমিকদের ফেরাতে বিশেষ দল পাঠালেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। একটি সংবাদমাধ্যম সূত্রে বাংলার শ্রমিকদের বাংলার শ্রমিকদের আটক করার বিষয়টি সামনে এসেছে। জানা গিয়েছে, আটকদের মধ্যে একজন ডায়মন্ড হারবারের বিষ্ণুপুর এলাকার লোক। ঘটনাটি দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক (Abhishek Banerjee) তথা সাংসদের কানে যেতেই সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেন তিনি। স্থানীয় বিধায়ককে নির্দেশ দিয়েছেন, অবিলম্বে মুম্বইয়ে একটি প্রতিনিধি দল পাঠিয়ে শ্রমিকদের উদ্ধার করে নিয়ে আসা এবং যাবতীয় সাহায্য করার। দলটি আজ সন্ধ্যা ৭টার বিমানে কলকাতা থেকে মুম্বইয়ের উদ্দেশে রওনা হচ্ছে। বিজেপি শাসিত রাজ্য গুলিতে লাগাতার এভাবে বাংলার শ্রমিকদের আটক করা, হেনস্থা করা চলছেই। তার বিরুদ্ধে লড়াই আন্দোলন চালাচ্ছে তৃণমূল কংগ্রেস।

আরও পড়ুন- ২ জেলার কোর কমিটি ও চেয়ারপার্সনের নাম ঘোষণা

Latest article