প্রতিবেদন: জম্মু-কাশ্মীরে (Jammu Kashmir) অজানা রোগকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে। ইতিমধ্যেই এই রোগে মৃত্যু হয়েছে ১৫ জনের। মৃত্যুর সঙ্গে লড়াই করছেন আরও বেশ কয়েকজন। রাজৌরি জেলার বুধাল গ্রামে থাবা বসিয়েছে এই রোগ। মৃত্যুর প্রকৃত কারণ খুঁজে বের করতে বৃহস্পতিবার তদন্তের নির্দেশ দিয়েছে মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহর ন্যাশনাল কনফারেন্স সরকার। গঠন করা হয়েছে বিশেষ তদন্তকারী দল বা সিট। সরকারি মুখপাত্র জানিয়েছেন, প্রাথমিক তদন্ত এবং রক্তের নমুনা পরীক্ষা করে মনে হচ্ছে, এটি আদৌ কোনও ব্যাক্টেরিয়া বা ভাইরাসঘটিত ছোঁয়াচে রোগ নয়। পুনের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজি, দিল্লির ন্যাশনাল সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল, লখনউয়ের ন্যাশনাল ইনস্টিটিউট অফ টক্সিকোলজি অ্যান্ড রিসার্চ-সহ দেশের বেশ কয়েকটি অত্যন্ত নামী ল্যাবরেটারি থেকে যে রিপোর্ট এসেছে, তা সবই নেগেটিভ। আক্রান্তদের শরীরে নিউরোটক্সিনের উপস্থিতি খতিয়ে দেখা হচ্ছে। মূলত জ্বর এবং বমির উপসর্গ দেখা দিচ্ছে আক্রান্তদের মধ্যে। স্বাস্থ্যদফতর সূত্রে জানা গিয়েছে, অজানা রোগটি প্রথম নজরে আসে গত ৭ ডিসেম্বর। পঙক্তি ভোজনের পরে গুরুতর অসুস্থ হয়ে পড়েন একই পরিবারের ৭ জন। মৃত্যু হয় ৫ জনের। ১২ ডিসেম্বর একইভাবে আক্রান্ত হন আরও একটি পরিবারের ৯ জন। প্রাণ হারান ৩ জন। তৃতীয় ঘটনা ঠিক একমাস পরে। ১২ জানুয়ারি পঙক্তিভোজনের পরে অসুস্থ হয়ে পড়েন একই পরিবারের ১০ জন। তারমধ্যে ৬টি শিশুকে ভর্তি করতে হয় হাসপাতালে। এরমধ্যে ১০ বছরের যাবিনা কওসেরের মৃত্যু হয় বুধবার রাতে। জানা গিয়েছে, রোগীরা মূলত জ্বর, বমির লক্ষণ নিয়ে হাসপাতালে আসছেন।
আরও পড়ুন- গুলির লড়াইতে খতম ১২ মাওবাদী