স্পেশাল উইন্ডো মাধ্যমিক পরীক্ষার্থীদের

যাদের কোনওরকম সমস্যা হয়েছে নাম নথিভুক্ত করতে তাদের জন্য এই পোর্টাল।

Must read

প্রতিবেদন : শেষ মুহূর্তে মাধ্যমিক পরীক্ষার্থীদের নাম নথিভুক্তকরণের জন্য একটি স্পেশাল উইন্ডো খুলল মধ্যশিক্ষা পর্ষদ। পর্ষদ কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, এখনও পর্যন্ত দেখা গিয়েছে বেশ কিছু স্কুলের পরীক্ষার্থীদের নাম নথিভুক্ত করা হয়নি। তাদের জন্য ৬ জানুয়ারি অর্থাৎ সোমবার সকাল ১১টা থেকে ৭ জানুয়ারি মঙ্গলবার সকাল ১১টা পর্যন্ত অনলাইনে স্পেশাল উইন্ডো খোলা হবে।

আরও পড়ুন-বাংলাদেশ থেকে ফিরছেন ৯৫ মৎস্যজীবী, গঙ্গাসাগরে অনুষ্ঠানের তোড়জোড়, স্বাগত জানাবেন মুখ্যমন্ত্রী

যাদের কোনওরকম সমস্যা হয়েছে নাম নথিভুক্ত করতে তাদের জন্য এই পোর্টাল। লেট ফি দিয়ে এই অনলাইন নাম নথিভুক্ত করতে হবে। বিজ্ঞপ্তিতে সাফ উল্লেখ করা হয়েছে, এরপরে আর কোনওভাবেই কোনওরকম সুযোগ দেওয়া হবে না। উল্লেখ্য, চলতি বছর মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে ১০ ফেব্রুয়ারি থেকে। ইতিমধ্যেই পর্ষদ ১১ দফা নির্দেশিকা জারি করেছে পরীক্ষা নিয়ে।

Latest article