প্যারিস অলিম্পিকের বর্ণাঢ্য উদ্বোধন, আশঙ্কা কাটিয়ে বিস্ময়

প্রেমের শহর প্যারিস। অথচ 'দ্য গ্রেটেস্ট শো অন আর্থ' অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানের আগের রাত থেকে আশঙ্কার পরিস্থিতি তৈরি হয়েছিল।

Must read

প্যারিস, ২৬ জুলাই : প্রেমের শহর প্যারিস। অথচ ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানের আগের রাত থেকে আশঙ্কার পরিস্থিতি তৈরি হয়েছিল। ফ্রান্সের একাধিক ট্রেন লাইনে দুষ্কৃতী হানায় চিন্তা বেড়েছিল আয়োজকদের। তবে উদ্বোধনে কোনও প্রভাব পড়েনি।

আরও পড়ুন-দিনের কবিতা

কড়া নিরাপত্তার ঘেরাটোপে স্যেন নদীর বুকে প্রায় ৬-৭ হাজার অ্যাথলিটের প্যারেড এগিয়েছে। জাতীয় পতাকা নিয়ে মার্চপাস্টে অংশ নিয়েছেন অংশগ্রহণকারী সব দেশের প্রতিযোগীরা। তেরঙা হাতে ভারতের প্রতিনিধিত্ব করেন দুই তারকা পি ভি সিন্ধু ও শরত কমল। অলিম্পিকের ইতিহাসে এই প্রথমবার স্টেডিয়ামের বাইরে নদীর বুকে সফলভাবে সম্পন্ন হয়েছে উদ্বোধনী অনুষ্ঠান।
গ্লোবাল সুপারস্টার লেডি গাগার স্পেশাল পারফরম্যান্স প্রেমের শহরে আরও রং ছড়াল। বিশ্বকাপজয়ী ফরাসি ফুটবল কিংবদন্তি জিনেদিন জিদানও শামিল হলেন উৎসবে। অলিম্পিক মশাল ছিল তাঁর হাতে।

Latest article