ফ্রান্সে বাম জোট সরকারের জল্পনা

Must read

ফ্রান্সে বাম জোট সরকারের জল্পনা। ফ্রান্সের শেষ দফার পার্লামেন্ট নির্বাচনের ফল বলছে, কোনও একক দল বা জোটই সংখ্যাগরিষ্ঠতা পায়নি। ত্রিশঙ্কু পার্লামেন্টে আসন সংখ্যার নিরিখে প্রথম স্থানে উঠে এল বামজোট ‘নিউ পপুলার ফ্রন্ট’। ত্রিশঙ্কু পার্লামেন্টে শেষ পর্যন্ত কে প্রধানমন্ত্রী হচ্ছেন, তা নিয়েও শুরু হয়েছে জল্পনা। দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে ফ্রান্সে কোনও জোট সরকার হয়নি। এবার কী হয় সেটাই দেখার। তবে ইউরোপীয় ইউনিয়নের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ ফ্রান্সে বাম ও সহযোগী শক্তিগুলির উত্থান এবং কট্টর দক্ষিণপন্থীদের পিছিয়ে পড়া আগামী দিনে বিশ্ব রাজনীতির মঞ্চে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

আরও পড়ুন- বছরে দু’বার ইঞ্জেকশন নিলেই সারবে HIV! সাড়া ফেলল গবেষণা

ফ্রান্সের নির্বাচনে ৫৭৭টি আসনে এবার লড়াই হয়েছিল প্রেসিডেন্ট ম্যাক্রঁর মধ্যপন্থী জোট, মেরি লা পেনের অতি দক্ষিণপন্থী জোট ‘ন্যাশনাল র‌্যালি’ এবং বামপন্থী জোট ‘নিউ পপুলার ফ্রন্টে’র মধ্যে। গতকাল প্রকাশিত হয়েছে ফল। ১৮০টির বেশি আসন পেয়ে এগিয়ে রয়েছে পপুলার ফ্রন্ট। এই জোটে রয়েছে অতিবাম হিসেবে পরিচিত আনবোড পার্টি, সমাজতান্ত্রিক দল, ফ্রান্সের কমিউনিস্ট পার্টি সহ একাধিক দল। ১৬০টির বেশি আসনে এগিয়ে থেকে দ্বিতীয় স্থানে রয়েছে প্রেসিডেন্ট ম্যাক্রঁর মধ্যপন্থী জোট। লা পেনের নেতৃত্বাধীন জোট ১৪০টির বেশি আসন পেয়ে তৃতীয় স্থানে রয়েছে। সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যা ২৮৯-র থেকে অনেকটাই পিছনে রয়েছে সব পক্ষ। অতি দক্ষিণপন্থীদের ক্ষমতা থেকে দূরে রাখার বিষয়টি ইতিমধ্যেই নিশ্চিত বলে মনে করা হচ্ছে। তবে পার্লামেন্ট নির্বাচনের ফলাফল যা-ই হোক, ২০২৭ সাল পর্যন্ত প্রেসিডেন্ট থাকছেন ম্যাক্রঁই। ফ্রান্সে বর্তমানে আধা প্রেসিডেন্টশাসিত শাসনব্যবস্থা রয়েছে।

Latest article