Featured

কথা হল কবিতায়

শীতের মরশুমে উত্তাপ ছড়াল কবিতা। বাতাসে ভেসে বেড়াল ছন্দের রেণু। দেখা হল দুজনের। কথা হল কবিতায়। ৪-৬ জানুয়ারি, মহানগরে অনুষ্ঠিত হল বাংলার বৃহত্তম কবিতা পার্বণ ‘কবিতা উৎসব ২০২৪’। রবীন্দ্র সদন প্রাঙ্গণে একতারা মুক্তমঞ্চে অষ্টম বছরের উৎসবের উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়। এ ছাড়াও ছিলেন সংস্কৃতি অধিকর্তা কৌশিক বসাক, প্রণতি ঠাকুর, ব্রততী বন্দ্যোপাধ্যায়, সুতপা বন্দ্যোপাধ্যায়। সভাপতিত্ব করেন পশ্চিমবঙ্গ কবিতা আকাদেমির সভাপতি কবি সুবোধ সরকার। তিনি জানান, এবারের উৎসবের থিম শান্তি।

আরও পড়ুন-আজ ইনসাফ চাইছে নেতাই

প্রদান করা হয় কয়েকটি সম্মাননা। পশ্চিমবঙ্গ কবিতা আকাদেমি প্রবর্তিত বাংলা ভাষার সর্বোচ্চ কবিতা পুরস্কার জীবনানন্দ দাশ সম্মাননা পেলেন দেবীপ্রসাদ বন্দ্যোপাধ্যায়। বিগত শতকের প্রথম অর্ধশতক পার হতেই বাংলা কবিতার ভুবনে তাঁর পথচলা। কিন্তু শুধুমাত্র কবিতা লেখা নয়, বাংলা-বিভাবনাতেও তিনি উজ্জ্বল। বিশেষত জীবনানন্দ সংক্রান্ত চর্চায় ও সম্পাদনায় তাঁর কৃতি চিরস্মরণীয়। কবিতার সঙ্গে নিয়মিত লিখেছেন কবিতা বিষয়ক গদ্য। উল্লেখযোগ্য কবিতার বই ‘কেবল দেখেছে শিখর লতা’, ‘গাছ আমার মূল’।
সুভাষ মুখোপাধ্যায় সম্মাননা পেলেন গৌতম চৌধুরী। তিনি বিগত শতকের সাতের দশকের কবি। তাঁর উল্লেখযোগ্য কবিতার বই ‘কলম্বাসের জাহাজ’। কবিতার সঙ্গে তিনি নিয়মিত গদ্যও লিখেছেন।

আরও পড়ুন-আজ ভুবনেশ্বর-যাত্রা ক্লেটনদের, কুয়াদ্রাতকে ছাড়াই প্রস্তুতি ইস্টবেঙ্গলের

যশোধরা রায়চৌধুরী পেলেন সুনীল গঙ্গোপাধ্যায় সম্মাননা। বিগত শতকের নয়ের দশকের কবি। উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ ‘পিশাচিনী কাব্য’, ‘মেয়েদের প্রজাতন্ত্র’। কবিতার পাশাপাশি লিখেছেন গল্প, নিবন্ধ ও স্মৃতিগদ্য।
সব্যসাচী সরকার পেলেন বিনয় মজুমদার সম্মাননা। কবিতার সঙ্গে কথাসাহিত্যের সৃষ্টিশীল গদ্য তো বটেই, এমনকী সাংবাদিকতার গদ্যেও অনায়াস যাতায়াত তাঁর। উল্লেখযোগ্য কবিতার বই ‘ভাঙাখেলার পাসওয়ার্ড’।
কবিদের পাশাপাশি সম্মাননা প্রদান করা হয় বাচিক শিল্পীদেরও। কাজী সব্যসাচী সম্মাননা পেলেন বিজয়লক্ষ্মী বর্মন। নীলাদ্রিশেখর বসু সম্মাননা পেলেন সৌমেন চট্টোপাধ্যায়। আবুল কাশেম রহিমদ্দিন সম্মাননা পেলেন মৌলী দাশগুপ্ত।

আরও পড়ুন-রাজ্যের বৃহত্তম তাপবিদ্যুৎ কেন্দ্র হতে চলেছে সাগরদিঘি, ২৫০০ কোটি টাকায় ৫ম ইউনিট

রবীন্দ্র সদন, শিশির মঞ্চ, বাংলা আকাদেমি সভাঘর, রাজ্য চারুকলা পর্ষদ সংলগ্ন মুক্তমঞ্চ, নন্দন, অবনীন্দ্র সভাঘর, জীবনানন্দ সভাঘর এবং একতারা মুক্তমঞ্চে কবিতাপাঠ, আবৃত্তি ও আলোচনায় অংশ নিয়েছেন রাজ্যের প্রায় ৭০০ প্রবীণ-নবীন কবি ও বাচিক শিল্পী। উৎসব-প্রাঙ্গণে ছিল পশ্চিমবঙ্গ শিশু কিশোর আকাদেমি, লোক সংস্কৃতি ও আদিবাসী সংস্কৃতি কেন্দ্র, পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি, রাজ্য চারুকলা পর্ষদ, তথ্য অধিকার, প্রত্নতত্ত্ব অধিকার, নন্দন, বসুমতীর স্টল। আয়োজক পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগের অন্তর্গত পশ্চিমবঙ্গ কবিতা আকাদেমি।

Jago Bangla

Share
Published by
Jago Bangla

Recent Posts

আরও একধাপ এগোলেন! ভ্যান্স-রুবিওকে সঙ্গে নিয়ে গ্রিনল্যান্ড দখল ট্রাম্পের

গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…

32 minutes ago

নিজের কেবিনে একাধিক মহিলার সঙ্গে অশ্লীল আচরণ, সাসপেন্ড পুলিশকর্তা

এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…

4 hours ago

রাজ্যে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা

প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…

4 hours ago

সর্বকনিষ্ঠ সভাপতি, নেপথ্যে কোন অঙ্ক?

নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…

4 hours ago

সিআরপিএফ ক্যাম্পে অমানুষিক নির্যাতনের শিকার নাবালিকা, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করল ক্ষুব্ধ তৃণমূল

নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…

4 hours ago

‘তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি’

দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…

4 hours ago