বাকরুদ্ধ শচীন-রিচার্ডস

শ্যেন ওয়ার্নের আকস্মিক প্রয়াণে শোকস্তব্ধ ক্রিকেটবিশ্ব। মাত্র ৫২ বছর বয়সে ওয়ার্নের এমন মর্মান্তিক পরিণতি বিশ্বাস করতে পারছেন না কেউ।

Must read

প্রতিবেদন : কিংবদন্তি লেগ স্পিনার শ্যেন ওয়ার্নের আকস্মিক প্রয়াণে শোকস্তব্ধ ক্রিকেটবিশ্ব। মাত্র ৫২ বছর বয়সে ওয়ার্নের এমন মর্মান্তিক পরিণতি বিশ্বাস করতে পারছেন না কেউ।
তাঁর সঙ্গে বাইশ গজে দ্বৈরথ আজ লোকগাথা। সেই শচীন তেন্ডুলকর হতবাক ওয়ার্নের আকস্মিক মৃত্যুর খবরে। সোশ্যাল মিডিয়ায় শচীন লিখেছেন, ‘‘হতবাক, স্তম্ভিত। ওয়ার্নি তোমাকে মিস করব। তোমার সঙ্গে মাঠে ও মাঠের বাইরে কাটানো মুহূর্তগুলো কখনও নির্বিষ ছিল না। তোমার সঙ্গে দ্বৈরথ সব সময় উপভোগ করেছি। ভারতবর্ষ তোমার জন্য সব সময় বিশেষ জায়গা। ভারতীয়রাও তোমার ভালবাসার পাত্র। খুব তাড়াতাড়ি চলে গেলে।’’

আরও পড়ুন-সেরা তিন মুহূর্ত, শতাব্দীর সেরা বল

ক্রিকেট বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে শোকপ্রকাশ করেছেন প্রাক্তন ও বর্তমান ক্রিকেটাররা। ট্যুইটে শোয়েব আখতার লিখেছেন, ‘‘এই মুহূর্তে শুনলাম মর্মান্তিক খবরটা। কিংবদন্তি লেগ স্পিনার শ্যেন ওয়ার্নের প্রয়াণের খবর। আমি কতটা মর্মাহত তা বলে বোঝাতে পারব না। কী কিংবদন্তি, কী মানুষ, কী ক্রিকেটার।’’

আরও পড়ুন-মার্শকে বিদায় জানিয়ে চলে গেলেন জাদুকরও

ভিভিএস লক্ষ্মণ ট্যুইটে লিখেছেন, ‘‘এটা অবিশ্বাস্য। শোকপ্রকাশের কোনও ভাষা নেই। ক্রিকেট খেলাটার এক কিংবদন্তি শুধু নয়, এই খেলাটায় সর্বকালের সেরাদের একজন। খুব তাড়াতাড়ি চলে গেল। ওর পরিবার, বন্ধুদের সমবেদনা জানাই।’’ ভেঙ্কটেশ প্রসাদ ঘটনার আকস্মিকতায় হতবাক। ট্যুইটারে লেখেন, ‘‘ক্রিকেটে আজ দুঃখের দিন। সর্বকালের সেরা। আধুনিক যুগের কিংবদন্তি। শ্যেন ওয়ার্ন আর নেই। ভাবতেই পারছি না। সকালে রডনি মার্শ প্রয়াত হওয়ার খবর পেলাম। কিছু ঘণ্টা পরেই শ্যেনের খবর। মহান ক্রিকেটারের বিদায়!’’

আর এক প্রাক্তন ভারতীয় অলরাউন্ডার ইরফান পাঠান শোকপ্রকাশ করে লিখেছেন, ‘‘শ্যেন ওয়ার্ন ছিলেন একজন ক্রাউড পুলার। একজন জাদুকর।’’ এছাড়া ভিভ রিচার্ডস বলেছেন, ‘‘আমার এখনও অবিশ্বাস্য লাগছে। এই খবর কখনও সত্যি হতে পারে না।’’

Latest article