পারথ, ২০ নভেম্বর : ডেনিস লিলির জমানায় পারথের উইকেটে আগুন ঝড়ত। বল লাফাতও অনেক। সময়ের তালেই ওয়াকা থেকে ম্যাচ সরেছে নতুন অপ্টাস স্টেডিয়ামে। পারথের ২২ গজের চরিত্রও অনেক বদলে গিয়েছে। এখন আর হাড় হিম করা গতিতে বল আসে না ব্যাটারদের গায়ের উপর।
তবে এখনকার কিউরেটর আইজ্যাক ম্যাকডোনাল্ড বলেছেন, দ্রুত গতিতেই বল আসবে। বাউন্সও করবে। শুক্রবার থেকে পারথে শুরু হচ্ছে ভারত-অস্ট্রেলিয়া প্রথম টেস্ট। একদিকে কামিন্স, স্টার্ক ও হ্যাজলউড। অন্যদিকে বুমরা, সিরাজ ও সম্ভবত প্রসিধ কৃষ্ণ। এই উইকেটে স্পিনারদের জন্য খুব বেশি কিছু থাকবে না।
আরও পড়ুন-শুভমনকে নিয়ে ধোঁয়াশা, মর্নির নজরে আছেন শামিও
অস্ট্রেলিয়া নাথান লিয়নকে খেলাবে। ভারত রবিচন্দ্রন অশ্বিন বা রবীন্দ্র জাদেজাকে খেলাবে। গত কয়েকদিনে অবশ্য পারথে অসময়ের বৃষ্টি হয়েছে। ওয়েদার রিপোর্টে আরও বৃষ্টির কথা বলা হয়েছে।
স্থানীয় কিউরেটর বলেছেন, পারথে যে ওয়েদারে খেলা হয়, এবার পরিস্থিতি তার থেকে একটু আলাদা। মঙ্গলবার যেমন গোটা দিন উইকেট ঢাকা ছিল। ফলে উইকেটের প্রস্তুতি মার খেয়েছে। আমরা অবশ্য ওয়েদারের পূর্বাভাষ জানতাম বলে আগেই উইকেটের কাজ শুরু করে দিয়েছিলাম। আমরা এখন অনেক নিশ্চিন্ত। এবার রোদ্দুর উঠলে আরও ভাল হবে। তবে খেলার মধ্যে বৃষ্টি হলে পরিস্থিতি খারাপ হবে। তিনি বলেছেন, উইকেটে গাস থাকবে, তাই বাউন্সও থাকবে।
নভেম্বরের গোড়ায় অস্ট্রেলিয়া ও পাকিস্তানের মধ্যে একদিনের ম্যাচ হয়েছিল। এখানকার উইকেটের সুবিধা নিয়ে পাক ফাস্ট বোলার হ্যারিস রউফ অনেকগুলি উইকেট নিয়েছিলেন। ম্যাকডোনাল্ড বলেছেন, অস্ট্রেলিয়ার বোলাররা অফ দ্য পিচ বাউন্স আদায়ের চেষ্টা করেন। তবে টেস্ট স্ট্রিপে পেস ও বাউন্স দেখে পারথ কিউরেটর সন্তুষ্ট। আমার মনেহয় এটা ভাল উইকেটই হবে। বক্তব্য ম্যাকডোনাল্ডের। এখন মাঠে বল গড়ালে উইকেট কি আচরণ করে সেটাই দেখার।