খেলা

পাহাড়-সমুদ্রের শহরেও স্পিনের দামামা

বিশাখাপত্তনম, ১ ফেব্রুয়ারি : চার স্পিনারের তত্ত্ব প্রথম ছড়িয়েছিল ইংল্যান্ড শিবির থেকে। সেটা এখন প্রান্ত বদল করে ভারতীয় শিবিরেও ঢুকে পড়েছে। এমন নয় যে মহম্মদ সিরাজকে ডাগ আউটে রেখে রোহিত শর্মারা আজ চার স্পিনারেই নামবেন, কিন্তু হাওয়ায় সম্ভাবনা উড়ছে।
বিশাখাপত্তনম এমন এক জায়গা, যেখানে হাওয়া মন জুড়িয়ে দেয়। স্টেশনের খুব কাছে রামকৃষ্ণ বিচ। আগে লোকে বলত ওয়াল্টেয়ার। হাওয়া বদলের জায়গা। শহরের মধ্যে পুরনো যে স্টেডিয়াম ছিল, সেখানে অনেকদিন খেলা হয় না। ক্রিকেট সরেছে বারো-চোদ্দো কিলোমিটার দূরের স্টেডিয়ামে। কাছেই ঋষিকোন্ডা বিচ। একপাশে সমুদ্র, আরেক পাশে পাহাড়। মনোরম যাত্রা শেষে রোহিতদের বর্তমান ঠিকানা সবুজ পাহাড়ে ঘেরা বর্তমান স্টেডিয়াম। এটা ভারত অধিনায়কের মামার বাড়ির শহর। রোহিত এখানে রান-টান পান।

আরও পড়ুন-পুরোটাই ফাঁকিবাজি

মুশকিল হচ্ছে, ভারত অধিনায়ক প্রথম এগারো বাছতে বসে কিঞ্চিৎ সমস্যায় পড়েছেন। ফলে এমন রোমান্টিক আবহে ভাবুক হওয়ার সুযোগ নেই রোহিতের। একে তো বিরাট নেই, তাঁর উপর চোট নিয়ে সরতে হয়েছে রাহুল, জাদেজাকে। রজত পাতিদারের খেলার সম্ভাবনা বেশি। তা সে ভাজ্জির মতো প্রাক্তনরা যতই সরফরাজ খানকে নিয়ে গলা ফাটান। বোলিংয়ে জাদেজার বদলে কুলদীপ যাদবের দলে ঢোকা মোটামুটি নিশ্চিত। প্রশ্ন এখন, তিন না চার স্পিনার। তবে পাল্লা ভারী তিন স্পিনারেই।
ইংল্যান্ড যথারীতি দ্বিতীয় টেস্টের দল ঘোষণা করে দিয়েছে। চোট পাওয়া জ্যাক লিচের জায়গায় এলেন শোয়েব বশির। মার্ক উডকে বিশ্রামে পাঠিয়ে ফেরানো হল জিমি অ্যান্ডারসনকে। বেন স্টোকসদের যা দল তাতে সেই চার স্পিনারই। তিন প্রতিষ্ঠিত স্পিনার রেহান আমেদ, টম হার্টলি ও অভিষেক ম্যাচ নামার অপেক্ষায় থাকে বশির। সঙ্গে আগের টেস্ট এক ইনিংসে চার উইকেট নেওয়া জো রুট। টেস্টে এগারো হাজার আছে এটা নির্দ্বিধায় ভুলে যাওয়া যেতে পরে, রুট এতটাই ভাল বল করছেন।
বৃহস্পতিবার ভারতীয় দলের অপশনাল প্র্যাকটিস থাকায় এলেন হাতেগুনে ছ’জন। শুভমন গিলকে আসতেই হবে, কারণ তিনি রানে নেই। রানে থেকেও এলেন যসশ্বী জয়সওয়াল। রাহুলের জায়গায় যে দু’জনের একজন খেলবেন, সেই পাতিদার ও সরফরাজ খান তো ছিলেনই, দেখা গেল ধ্রুব জুরেল এবং সৌরভ কুমারকেও। অধিনায়ক রোহিত মাঠে আসেননি। শুভমনকে হার্টলির কথা ভেবে বাঁহাতি স্পিনার বিরুদ্ধে টানা ব্যাট করতে দেখা গেল। বাকিরাও স্পিনারদের খেললেন বেশি করে।

আরও পড়ুন-নন্দকুমারে মুখ থুবড়ে পড়ল রাম-বামের অনৈতিক জোট

হায়দরাবাদে প্রথম টেস্ট ভারত ২৮ রানে হেরেছে। ইংল্যান্ডকে প্রথম ইনিংসে ১৯০ রানে গুটিয়ে দেওয়ার পরও ম্যাচ বের করে নিয়ে গিয়েছেন স্টোকসরা। বাজবল নিয়ে এত কথার পর সেই বাজবলই রোহিতদের টেক্কা দিয়েছে। ব্যাট হাতে অলি পোপ অসাধারণ ইনিংস খেলার পর ভারতীয় ব্যাটিংকে শেষ করেছেন হার্টলি। এখানে অশ্বিনের পাঁচশো উইকেট হয়ে যাওয়ার সুযোগ রয়েছে। তাঁর আর চারটি উইকেট দরকার। অশ্বিনের পাশে অক্ষর ও কুলদীপ থাকছেন। ভারত চার স্পিনারে গেলে দলে আসতে পারেন অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর।
হায়দরাবাদের দ্বিতীয় ইনিংসে রোহিত ছাড়া আর কাউকে দেখে ভরসা পাওয়া যায়নি। শুভমন মাত্রাতিরিক্ত ডিফেন্সিভ খেলার মূল্য চুকিয়েছেন। বিরাট ফিরলে ও বিশাখাপত্তনমে রান না পেলে মুশকিল পড়বেন শুভমন ও শ্রেয়স। এখানেও অবশ্য ইংলিশ স্পিনারদের সামলানো চ্যালেঞ্জ হতে যাচ্ছে। লিচ না থাকলেও হার্টলির সঙ্গে বশির কড়া চ্যালেঞ্জ ছুঁড়ে দেবেন ভারতীয় ব্যাটারদের উদ্দেশে। সেটা সামলে বড় রান করতে হবে রোহিতদের।

Jago Bangla

Recent Posts

আরও একধাপ এগোলেন! ভ্যান্স-রুবিওকে সঙ্গে নিয়ে গ্রিনল্যান্ড দখল ট্রাম্পের

গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…

2 hours ago

নিজের কেবিনে একাধিক মহিলার সঙ্গে অশ্লীল আচরণ, সাসপেন্ড পুলিশকর্তা

এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…

5 hours ago

রাজ্যে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা

প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…

6 hours ago

সর্বকনিষ্ঠ সভাপতি, নেপথ্যে কোন অঙ্ক?

নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…

6 hours ago

সিআরপিএফ ক্যাম্পে অমানুষিক নির্যাতনের শিকার নাবালিকা, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করল ক্ষুব্ধ তৃণমূল

নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…

6 hours ago

‘তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি’

দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…

6 hours ago