বাংলার মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) সমর্থন জানিয়ে চিঠি পাঠালেন আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত বিশিষ্ট সাহিত্যতাত্ত্বিক ও দার্শনিক গায়ত্রী চক্রবর্তী স্পিভাক। তার চিঠিতে তিনি লেখেন, পশ্চিমবঙ্গের গ্রামীণ সমাজে তাঁর দীর্ঘদিনের কাজের কথা মমতা বন্দ্যোপাধ্যায় উল্লেখ করায় তিনি আপ্লুত।
নরওয়ের বার্গেন বিশ্ববিদ্যালয় এবং নরওয়ে সরকারের পক্ষ থেকে হলবার্গ পুরস্কারের জন্য নির্বাচিত করা হয়েছে গায়ত্রী চক্রবর্তী স্পিভাককে। আর্টস ও হিউম্যানিটিজের নোবেল হিসেবে পরিচিত এই পুরস্কার। এই খবর প্রকাশ্যে আসতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে শুভেচ্ছা বার্তা পাঠান। নিজের এক্স হ্যান্ডেলেও শুভেচ্ছা জানান। সেই শুভেচ্ছা বার্তার জবাবে কৃতজ্ঞতা প্রকাশ করে তাঁকে মমতাকে চিঠি পাঠিয়েছেন গায়েত্রী। মুখ্যমন্ত্রীর ধর্ম নিরপেক্ষতায় তাঁর সমর্থন আছে বলেও জানিয়েছেন তিনি।
আরও পড়ুন-‘বাংলার সম্মান তুলে ধরার দায়িত্ব আমাদের সবার’ বিরোধীদের নিশানা মুখ্যমন্ত্রীর
স্পিভাক লেখেন, গত চার দশক ধরে বাংলার অনগ্রসর জেলাগুলিতে দরিদ্র মানুষের গণতান্ত্রিক শিক্ষার প্রসারে তিনি নিবেদিত। মুখ্যমন্ত্রী যে তাঁর এই প্রচেষ্টাকে সম্মান জানিয়েছেন, তা তাঁর কাছে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণl পশ্চিমবঙ্গের গ্রামীণ সমাজে তাঁর দীর্ঘদিনের কাজের কথা মমতা বন্দ্যোপাধ্যায় উল্লেখ করায় তিনি আবেগাপ্লুত। চিঠির শেষে গায়েত্রী লেখেন, ভারত ও বাংলার ভবিষ্যৎ নিয়ে তিনি গভীরভাবে চিন্তিত এবং বর্তমান পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর ধর্মনিরপেক্ষতার প্রতি তাঁর সমর্থন রয়েছে ।
আরও পড়ুন-মুখ্যমন্ত্রীর লন্ডন সফরে বিশৃঙ্খলা তৈরির ষড়যন্ত্র বাম, অতি বাম, বিজেপির! ধুয়ে দিল তৃণমূল
সাংবাদিকের প্রশ্নের উত্তরে গায়েত্রী স্পিভাকের চিঠির প্রাপ্তি স্বীকার করে মুখ্যমন্ত্রী জানান, আজই তিনি ওই চিঠি পেয়েছেন। অধ্যাপক স্পিভাক সমাজের পিছিয়ে পড়া মানুষের জন্য তার সরকারের কাজকে স্বীকৃতি দেওয়ায় তিনি আপ্লুত।