প্রতিবেদন : বারাসতের (Barasaat) বিদ্যাসাগর ক্রীড়াঙ্গনকে নতুন রূপ দিয়েছে রাজ্য সরকার। পুরনো অ্যাস্ট্রোটার্ফ তুলে ঘাসের মাঠ তৈরি হয়েছে। ফিফা স্বীকৃত ফুটবল টুর্নামেন্ট ঘাসের মাঠে হয়। পাশাপাশি সুইমিং পুল, টেবল টেনিস, ব্যাডমিন্টন ও ক্রিকেটের পরিকাঠামো তৈরির কাজও প্রায় শেষ পর্যায়ে।
আরও পড়ুন-শ্রেয়স সব ফরম্যাটেই খেলার যোগ্য : সৌরভ
কাজের তদারকির জন্য বারাসতে বিদ্যাসাগর ক্রীড়াঙ্গনে যান ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। উপস্থিত ছিলেন সাংসদ পার্থ ভৌমিক, মন্ত্রী রথীন ঘোষ, বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক ও রবিউল ইসলাম, জেলাশাসক, জেলা পুলিশ সুপার, আইএফএ সভাপতি অজিত বন্দ্যোপাধ্যায়-সহ ক্রীড়া দফতরের আধিকারিকরা।