প্রতিবেদন: আইএসএল নিয়ে চরম অনিশ্চয়তার মধ্যে আই লিগ (I-League) ক্লাবগুলিরও ক্ষোভ বাড়ছে। কল্যাণ চৌবেদের এড়িয়ে বৃহস্পতিবার সকালে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ডব্যর সঙ্গে বৈঠকে বসে ডায়মন্ড হারবার এফসি-সহ আই লিগের (I-League) আটটি ক্লাবের প্রতিনিধিরা। এদিনই আবার সুপ্রিম কোর্টে রিপোর্ট জমা দিয়েছেন ফেডারেশনের বিড ইভ্যালুয়েশন কমিটির প্রধান প্রাক্তন বিচারপতি এল নাগেশ্বর রাও। বৃহস্পতিবারই আবার সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের তরফে আইএসএলের ক্লাবগুলিকে জানানো হল, আগামী ১৮ নভেম্বর মঙ্গলবার তাদের সঙ্গে আইএসএল নিয়ে বৈঠক হবে।
আরও পড়ুন-ডায়মন্ড হারবারের হয়ে খেলতে পারেন ডেকোরা, মেসির সামনে অলস্টার ম্যাচ
সূত্রের খবর, বুধবার সিইও এবং অধিনায়কদের সঙ্গে বৈঠকে ফেডারেশনের শীর্ষকর্তা ক্লাবগুলিকে আশ্বাস দিয়েছেন, ২০২৬-এর ১ জানুয়ারি থেকে ৩১ মে-র মধ্যে আইএসএল আয়োজন করতে চান তাঁরা। কীভাবে হতে পারে লিগ, তারই রূপরেখা নিয়ে নাকি আলোচনা চান কল্যাণ চৌবেরা। কিন্তু মার্কেটিং পার্টনার নিয়ে জটিলতায় সুপ্রিম কোর্টের নির্দেশ না আসা পর্যন্ত এগোনো অসম্ভব। ফেডারেশন কর্তাদের দাবি, নভেম্বরের শেষেই আদালতের নির্দেশ চলে আসবে। এদিন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী আই লিগের ক্লাবগুলিকে আশ্বাস দিয়েছেন, দ্রুত লিগ শুরু করার জন্য সমস্ত স্টেকহোল্ডারদের নিয়ে গঠনমূলক আলোচনার মাধ্যমে সমাধানসূত্র বের করার। আই লিগের ক্লাবেরা আবার ফেডারেশনকে তাদের কিছু দাবি জানিয়ে চিঠি দিয়েছে। এদিকে, ২০টি রাজ্য সংস্থা ফেডারেশনকে চিঠি দিয়ে জানালো নতুন গঠনতন্ত্রে থাকা এক ব্যক্তি ও এক পদের শর্ত বাতিল করার জন্য। কর্মসমিতির সদস্য হলে রাজ্য সংস্থার পদ ছাড়ার নিয়ম মানছেন না তাঁরা।

