প্রতিবেদন : ছেলেদের সিনিয়র দলের লাগাতার ব্যর্থতার মধ্যেই ইস্টবেঙ্গলে সাফল্যের প্রথম স্বাদ এনেছেন মেয়েরা। ইন্ডিয়ান উইমেন্স লিগ আইডব্লুএলে চ্যাম্পিয়ন হয়েছে লাল-হলুদ। শুক্রবার ময়দানে নিজেদের মাঠে গোকুলাম কেরলের বিরুদ্ধে শেষ ম্যাচ খেলবে ইস্টবেঙ্গল। অঞ্জু তামাংদের হাতে সেদিন ম্যাচের পর ট্রফি এবং অন্যান্য পুরস্কার তুলে দেবে ফেডারেশন। সেদিন যাতে রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে আমন্ত্রণ জানানো হয়, তার জন্য এআইএফএফ-কে চিঠি দিয়ে অনুরোধ করেছিল ইস্টবেঙ্গল। কিন্তু তার উত্তর বুধবার রাত পর্যন্ত আসেনি। জবাব না পেয়ে নতুন করে ফেডারেশনকে চিঠি দিল ক্লাব।
আরও পড়ুন-কোচ-ফুটবলার দ্বন্দ্বের জের, ক্লেটনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করল ইস্টবেঙ্গল
চিঠিতে ইস্টবেঙ্গলের তরফে লেখা হয়েছে, মহিলা ফুটবলারদের এই সাফল্যকে বাংলার জয় হিসেবে দেখছে ক্লাব। তাই রাজ্যের ক্রীড়ামন্ত্রী চ্যাম্পিয়নের ট্রফি গ্রহণ করবেন। শীর্ষকর্তা দেবব্রত সরকার বলেন, ‘‘শুক্রবার আমাদের মাঠে গোকুলামের বিরুদ্ধে শেষ ম্যাচ দলের। সেদিন ট্রফি এবং অন্যান্য পুরস্কার দেওয়া হবে। এআইএফএফ-কে আমরা বলেছিলাম, যাতে রাজ্যের ক্রীড়ামন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয় সেদিন মাঠে থাকার জন্য। চিঠির উত্তর এখনও পাইনি। কিন্তু আমাদের মেয়েদের ফুটবল টিম গড়া বা মেয়েদের ফুটবলের এগিয়ে যাওয়ার পিছনে মুখ্যমন্ত্রীর একটা ভূমিকা রয়েছে। তাছাড়া কন্যাশ্রী কাপের জন্য রাজ্য সরকারের অর্থ বরাদ্দ থাকে। আমরা যে আইডব্লুএলে চ্যাম্পিয়ন হয়েছি সেটা বাংলার জয় হিসেবে দেখছি। তাই চ্যাম্পিয়নের ট্রফিটা কোচ, অধিনায়কের সঙ্গে বাংলার হয়ে গ্রহণ করার জন্য আমরা ক্রীড়ামন্ত্রীকে আমন্ত্রণ জানাচ্ছি। তাছাড়া ক্রীড়ামন্ত্রী ইস্টবেঙ্গল ক্লাবের আজীবন সদস্যও। বিষয়টি জানিয়ে আমরা ফেডারেশনকে ফের চিঠি দিচ্ছি।’’