অদিতি সাহা ও রিনিকা দাস, মন্দারমণি: মন্দারমণিতে ক্রীড়াপ্রেমিকদের জন্য চমক নিয়ে এল কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাব। আমার ট্রি গ্রুপের সহযোগিতায় সোমবার আমার ট্রি রিসোর্টে উদ্বোধন হল স্পোর্টস মিউজিয়ামের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্জুন এবং পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত প্রাক্তন অ্যাথলিট জ্যোতির্ময়ী সিকদার।
আরও পড়ুন-ইডেনের ভাগ্য নির্ধারিত হতে পারে আজ বৈঠকে
ছিলেন প্রাক্তন মহিলা ফুটবলার শান্তি মল্লিক, সৌভিক চক্রবর্তী, আমার ট্রি গ্রুপের কর্ণধার প্রবীর রায়চৌধুরী-সহ অনেকেই। মিউজিয়ামে আছে আন্দ্রে রাসেলের ব্যাবহৃত হেলমেট, প্রাক্তন অলরাউন্ডার ল্যান্স ক্লুজনারের স্বাক্ষরিত জার্সি, অলিম্পিয়ান জিমন্যাস্ট দীপা কর্মকারের ভারতীয় দলের জার্সি, কাতার বিশ্বকাপে গোল্ডেন গ্লাভসজয়ী আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজের স্বাক্ষরিত টি-শার্ট, ফুটবলসম্রাট পেলের স্বাক্ষরিত ছবি ও অলিম্পিক হকিতে সোনাজয়ী গুরবক্স সিংয়ের ব্যবহৃত হকি স্টিক।