প্রতিবেদন : বঙ্গোপসাগরে নতুন করে তৈরি হচ্ছে নিম্নচাপ। তার আগে সোমবার রাতে দফায় দফায় ভিজেছে দক্ষিণবঙ্গ (South Bengal)। বাজের আওয়াজে কাঁটা শহরবাসী। মঙ্গলবার দুপুর গড়াতেই গোটা দক্ষিণের সমস্ত জেলায় শুরু হয়েছে বৃষ্টি। কলকাতা-সহ একাধিক এলাকায় জারি হয়েছে সতর্কতা। এই অবস্থায় বুধবার পর্যন্ত মৎস্যজীবীদের গভীর সমুদ্রে না যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার রাতের আকাশে তৈরি হওয়া ওই স্কোয়াল ফ্রন্ট আসলে এমন এক শক্তিশালী পরিস্থিতি যা কিউমুলোনিম্বাস মেঘ তৈরি করে। এর ফলে তুমুল বৃষ্টি হয়। এই শক্তিশালী পরিস্থিতির কারণে মুহুর্মুহু বাজ পড়ে।
আরও পড়ুন-বিরোধীদের ধুইয়ে দিলেন ব্রাত্য, ফের চূড়ান্ত অসভ্যতা, সাসপেন্ড গদ্দার
এই পরিস্থিতির কারণে দক্ষিণবঙ্গে মূলত মেঘলা আকাশ থাকবে। ভারী বৃষ্টির সতর্কতা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা, ঝাড়গ্রাম ও বাঁকুড়ায়। দক্ষিণবঙ্গে বৃহস্পতিবার পর্যন্ত এই আবহাওয়া থাকবে। উত্তরের জেলায় বুধবারও ভারী বৃষ্টির সম্ভাবনা। তবে বুধবারের পর বৃষ্টি কমবে উত্তরবঙ্গের জেলাগুলিতে।