কুৎসার জবাব শ্রাচীর প্রথম জয় বর্ধমানের

আইএফএ-র অন্যতম সহ-সভাপতি হয়েও সাদার্ন সমিতির কর্তা সৌরভ পালের নিশানায় বিএসএল। অথচ এই লিগ নিয়ে শ্রাচীর উদ্যোগের শরিক আইএফএ-ও।

Must read

প্রতিবেদন : ভারতীয় ফুটবলের সংকটের সময়ে আশার আলো দেখাচ্ছে বেঙ্গল সুপার লিগ। বাংলার প্রতিভাবান ভূমিপুত্র তুলে আনার লক্ষ্যে শ্রাচী স্পোর্টসের উদ্যোগে শুরু হয়েছে বিএসএল। সাফল্যের সঙ্গে চলা জেলাভিত্তিক ফ্র্যাঞ্চাইজি লিগকে কালিমালিপ্ত করার চেষ্টা করা হচ্ছে।

আরও পড়ুন-বাড়ছে না সময়সীমা, বিজ্ঞপ্তি প্রত্যাহার করল শিক্ষা দফতর

আইএফএ-র অন্যতম সহ-সভাপতি হয়েও সাদার্ন সমিতির কর্তা সৌরভ পালের নিশানায় বিএসএল। অথচ এই লিগ নিয়ে শ্রাচীর উদ্যোগের শরিক আইএফএ-ও। বঙ্গ ফুটবলের নিয়ামক সংস্থায় এখন কোণঠাসা সাদার্ন কর্তা। দিন তিনেক আগে সমাজমাধ্যমে পোস্ট করে বেঙ্গল সুপার লিগে বেটিংয়ের অভিযোগ করেন সৌরভ। বিএসএলের সঙ্গে যুক্ত একটি স্পনসরের নাম উল্লেখ করে লিগে গড়াপেটার অভিযোগ আনেন তিনি। কিন্তু কোনও ম্যাচে গড়াপেটা হয়েছে কি না, সেই সম্পর্কে তথ্য দিতে পারেননি সাদার্ন কর্তা।
কড়া জবাব দিয়েছেন শ্রাচী স্পোর্টসের চেয়ারপার্সন তমাল ঘোষাল। তিনি বলেন, যিনি এই কুৎসা করছেন, তাঁর নাম আমি নেব না। সবাই দেখতে পাচ্ছে বিএসএল কীভাবে বাংলায় ফুটবলের উন্নয়নে কাজ করছে। কলকাতা লিগ ছাড়া আর কোথাও বাংলার ভূমিপুত্রদের খেলার সুযোগ ছিল না। কিন্তু এই ফুটবলাররা খেপের মাঠে হারিয়ে না গিয়ে নতুন লিগে (বিএসএল) খেলার সুযোগ পাচ্ছে। যে স্পনসরের নাম করে বেটিংয়ের অভিযোগ আনা হচ্ছে, সেই একই সংস্থা কেরল লিগ, হকি ইন্ডিয়া লিগ, বিপিএলেরও স্পনসর। আমরা আইন মেনে কাজ করি। অপপ্রচার করে লাভ হবে না। এদিকে, বুধবার বিএসএলে প্রথম জয় পেল বর্ধমান ব্লাস্টার্স। পয়েন্ট টেবলে তৃতীয় স্থানে থাকা হোসে রামিরেজ ব্যারেটোর প্রশিক্ষণাধীন হাওড়া-হুগলি ওয়ারিয়র্সকে হারাল বর্ধমান। বোলপুরে ব্যারেটোর দলকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে বর্ধমান। চিজোবা ক্রিস্টোফার জোড়া গোল করে জয়ের নায়ক।

Latest article