সংবাদদাতা, কাঁথি : ‘সুপ্রকাশ আসছে, অধিকারী কাঁপছে!’ রাজ্যের বিরোধী দলনেতার বিরুদ্ধে কাঁথির রাজপথে এই স্লোগান শুনে হেসে কুটি কুটি টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। মুখে হাসি ধরে রেখে স্লোগানকারীদের দিকে হাত নাড়লেন। সম্মতিসূচক ভঙ্গিতে নাড়লেন মাথাও। এই সেই শ্রাবন্তী, যিনি একুশের বিধানসভা ভোটে বিজেপির প্রার্থী হন। যোগ্য সম্মান না পেয়ে ওই দলের সঙ্গে সমস্ত সম্পর্ক চুকিয়ে ফেলার কথা আগেই জানিয়েছিলেন।
আরও পড়ুন-রাজ্যপালের পদত্যাগের দাবিতে মিছিল হাওড়ায়
বৃহস্পতিবার কাঁথির ১৩ নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস প্রার্থী সুপ্রকাশ গিরির সমর্থনে হুড খোলা গাড়িতে প্রার্থী প্রচার করলেন, মৎস্যমন্ত্রী অখিল গিরি ও প্রার্থী সুপ্রকাশকে সঙ্গে নিয়ে। অধিকারীদের শহরে তৃণমূলের সমর্থনে মানুষের ঢল দেখে রীতিমতো আপ্লুত শ্রাবন্তী জোড়া ফুলে ভোট দেওয়ার আবেদন জানান। মিছিল থেকে ‘২৭ ফেব্রুয়ারি কাঁথিতে খেলা হবে’ স্লোগান শুনে একগাল হেসে দেখান ভিকট্রি সাইন। শুরু থেকেই কাতারে কাতারে মানুষ মিছিলে অংশ নেন। বিশেষত মহিলারা রাস্তার দু’পাশে দাঁড়িয়ে প্রার্থী ও টলিউড সুন্দরীকে লক্ষ্য করে পুষ্পবৃষ্টি করেন।
মিছিলে ঢাকের আওয়াজ ও শয়ে শয়ে মহিলাদের জোড়া ফুল আঁকা শাড়ি পরে যোগ দেওয়া দেখে মুগ্ধ টলিসুন্দরী। রুপোলি পর্দার গ্ল্যামারাস ভাবমূর্তি থেকে বেরিয়ে রীতিমতো খোশমেজাজে ছিলেন তিনি। রাজাবাজারের কাছে একটি ছোট্ট শিশুকে কোলে নিয়ে আদরও করেন। সুপ্রকাশ বলেন, ‘‘চারিদিকে মানুষের সুনামি। এই রোড শো প্রমাণ করল কাঁথি আছে আমাদের দিকেই। ২৭ তারিখ কাঁথির মিরজাফর তার যোগ্য জবাব হাতেনাতে পেয়ে