প্রতিবেদন : চরম আর্থিক সংকটে ভুগছে শ্রীলঙ্কা। জ্বালানি ও বিদ্যুতের ঘাটতির কারণে জেরবার মানুষ। চলতি পরিস্থিতিতে জ্বালানি তেল বিক্রিতে নিষেধাজ্ঞা জারি করল শ্রীলঙ্কা সরকার। এক নির্দেশিকায় জানানো হয়েছে, শুধুমাত্র আপৎকালীন পরিষেবায় যুক্ত গাড়িগুলি পেট্রোল, ডিজেল পাবে। সরকারি মুখপাত্র বান্দুলা গুনাওয়ারদানা জানিয়েছেন, সোমবার মধ্যরাত থেকে জরুরি পরিষেবা ছাড়া অন্য কোনও প্রয়োজনে জ্বালানি তেল বিক্রি করা যাবে না। মজুত তেল আমরা বাঁচিয়ে রাখতে চাইছি। দেশবাসীর অসুবিধার জন্য আমরা ক্ষমাপ্রার্থী।
আরও পড়ুন-মুম্বইয়ে বাড়ি ভেঙে মৃত ১৯
বেশ কয়েকমাস ধরেই প্রবল আর্থিক সমস্যায় বিপর্যস্ত শ্রীলঙ্কা। বিদ্যুৎ না থাকার কারণে গত সপ্তাহেই সমস্ত সরকারি স্কুল বন্ধের নির্দেশ জারি করা হয়েছে। স্বল্প সংখ্যক কর্মী দিয়ে চলছে কিছু অফিস। তাও চালু হয়েছে ওয়ার্ক ফ্রম হোম। রবিবারই সরকার জানিয়েছিল জ্বালানি তেল চাইলেই পাওয়া যাবে না।