দুবাই, ১১ সেপ্টেম্বর : চামিকা করুণারত্নের বলে হ্যারিস রউফের উইকেট ছিটকে যেতেই উৎসবে মেতে উঠলেন দাসুন শনাকারা। পাকিস্তানকে ২৩ রানে হারিয়ে এশিয়া কাপ জিতল শ্রীলঙ্কা (Sri Lanka vs Pakistan)। এই নিয়ে ছ’বার। তীব্র অর্থনৈতিক সংকটে জর্জরিত দ্বীপরাষ্ট্র রবিবার রাতে উৎসবে মাতল।
এদিন প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৭০ রান তুলেছিল শ্রীলঙ্কা (Sri Lanka vs Pakistan)। জবাবে ২০ ওভারে ১৪৭ রানেই গুটিয়ে গেল পাকিস্তান। অধিনায়ক বাবর আজম (৫) এই ম্যাচেও ব্যর্থ। তবুও রান তাড়া করতে নেমে একটা সময় পাকিস্তানের রান ছিল ২ উইকেটে ৯২। কিন্তু ইফতিকার আহমেদ (৩২) আউট হতেই পরপর উইকেট পড়তে থাকে। আর মহম্মদ রিজওয়ান ৪৯ বলে ৫৫ রান করে আউট হতেই পাকিস্তানের হার নিশ্চিত হয়ে গিয়েছিল। শ্রীলঙ্কার প্রমোদ মধুশন ৪টি ও হাসারাঙ্গা ৩টি উইকেট দখল করেন।
আরও পড়ুন: অস্ট্রেলিয়ান ওপেনে খেলতে পারবেন জকো
অথচ টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা খুব খারাপ করেছিল শ্রীলঙ্কা। স্কোরবোর্ডে মাত্র ৫৮ রান তুলতে না তুলতেই ৫ উইকেট খুইয়ে বসেছিল দ্বীপরাষ্ট্র। ওই পরিস্থিতিতে পাল্টা লড়াই শুরু করেন ভানুকা রাজাপক্ষে ও ওয়ানিন্দু হাসারাঙ্গা। দু’জনে মিলে ৫৮ রান যোগ করার পর এই জুটি ভাঙেন রউফ। ২১ বলে ৩৬ রান করে তাঁর শিকার হন হাসারাঙ্গা। তবে ৪৫ বলে অপরাজিত ৭১ রানের দুরন্ত ইংনিস খেলে দেন রাজাপক্ষে। তাঁর জন্যই শ্রীলঙ্কা স্কোরবোর্ডে লড়াই করার মতো রান তুলতে পেরেছিল।